রাণীশংকৈল ভবান্দপুরে গীতা স্কুল উদ্বোধন
- আপডেট: ১০:৩০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫
- / ১৮০০১

বিজয় রায়, রাণীশংকৈল
(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবান্দপুর গ্রামে সনাতন বিদ্যাপীঠ গীতা স্কুল উদ্বোধন করা হয়।
১৪ নভেম্বর শুক্রবার দুপুরে নগেন্দ্র নাথ বর্মনের সভাপতিত্বে পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষ্ঠ মোহন সিংহ উপদেষ্টা পতঞ্জলি ধ্যানযোগ একাডেমি, প্রধান আলোচক শ্যামল চন্দ্র সিংহ সাংগঠনিক সম্পাদক পতঞ্জলী ধ্যানযোগ একাডেমি, বিশেষ আলোচক জগদীশ শর্মা সভাপতি পতঞ্জলি ধ্যান যোগ একাডেমি , সুকুমার চন্দ্র রায় সাবেক ভাইস চেয়ারম্যান, গৌর চন্দ্র বসাক সভাপতি হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট, দীপঙ্কর রায় সাবেক উপ-সহকারী কৃষি কর্মকর্তা, টিকেন্দ্র জিৎ রায় সিরু প্রধান কার্যকর্তা বাংলাদেশ অগ্নিবীর রংপুর, বিনোদ বর্মন সভাপতি বলি দ্বারা আর্য সমাজ , ধনেশ্বর বর্মন সাধারণ সম্পাদক বলিদ্বারা আর্য সমাজ , পুষ্পারাণী রায় , প্রসাদী রাণী রায়, ছবিকান্ত দেব ।
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজেন্দ্র চন্দ বনিক , কৈলাস চন্দ্র রায়, ধনদেব রায় , বিষ্টু রায় , শংকর ও মানিক।
এ সময় আরো উপস্থিত ছিলেন সনাতনী ছাত্র-ছাত্রীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ । অনুষ্ঠান শেষে ৭৭ জন ছাত্রছাত্রীর মাঝে গীতা ও নৈতিক শিক্ষার বই বিতরণ করা হয়।
























