শিক্ষক, আলেম, সমাজসেবক তিন পরিচয়ের মানুষ মাওলানা জমির উদ্দিনের দুনিয়ার বিদায়
- আপডেট: ০৭:৫৮:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ১৮০১০

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার ডাঙ্গিপাড়া স্কুল মোড় এলাকায় এক শোকের ছায়া নেমে এসেছে। এলাকার বিশিষ্ট শিক্ষাবিদ ও শ্রীপুর দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মোঃ জমির উদ্দিন আজ সকাল বেলায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭২ বছর।
তিনি দীর্ঘদিন শ্রীপুর দাখিল মাদ্রাসায় সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান ও ধর্মীয় জীবনাচার তাঁকে এলাকাবাসীর কাছে একজন প্রিয় শিক্ষক ও সমাজসেবক হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
তাঁর মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ধর্মপ্রাণ মানুষ, শিক্ষার্থী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেছেন।
দাফন শেষে জানাজা ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও-২ আসনের মনোনীত প্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম। তিনি বলেন, “মাওলানা জমির উদ্দিন ছিলেন একজন আদর্শ শিক্ষক ও নিবেদিতপ্রাণ ইসলামপ্রেমী মানুষ। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়।”
শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয় এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়।


















