ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ
- আপডেট: ০৪:০০:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৩০

ছাতকে দক্ষিণ খুরমা ইউনিয়নে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা দাবির লিফলেট বিতরণ
সেলিম মাহবুবঃ
ছাতকের দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। রবিবার বিকেলে লিফলেট বিতরণ শেষে ছাতক–দোয়ারা আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের সমর্থনে স্থানীয় মানিকগঞ্জ বাজারে এক প্রচার সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির আহবায়ক শামীম আলম নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, প্রফেসর শাহ শফিকুল আলম মতি।
বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলী হোসেন মানিক, রাগীব আলী, সুজন মিয়া, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, ছাত্রদলের সাবেক নেতা মুজিবুর রহমান মুজিব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য লিটন মিয়া, বিএনপি নেতা মো. রুফু মিয়া, আলা উদ্দিন, ইউপি জাসাসের সদস্য সচিব আল আমিন আহমেদ আকাশ, হেলাল মিয়া প্রমুখ।
এসময় স্থানীয় বিএনপি, যুবদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#




















