১০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের উদ্বোধন, বিদায়ী ইউএনও সুকান্ত সাহাকে সংবর্ধনা

  • আপডেট: ০৪:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৩০

শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের উদ্বোধন, বিদায়ী ইউএনও সুকান্ত সাহাকে সংবর্ধনা

 

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বহু প্রতীক্ষিত জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ মিয়া।

সোমবার(৮ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার আস্তমা গ্রামের প্রধান সড়কের পশ্চিমে, সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে নির্মিত আধুনিক এই শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ বার্ষিক ফল প্রকাশের পাশাপাশি ‘শান্তিগঞ্জ মডেল’-এর উদ্ভাবক ও প্রতিষ্ঠাতা সভাপতি, বিদায়ী ইউএনও সুকান্ত সাহাকে বদলি-জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করে।

বিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ মিয়া।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপস শীল,বিদায়ী ইউএনও সুকান্ত সাহা, নবাগত ইউএনও মো. শাহজাহান, সুবিপ্রবি’র সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ এবং উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,

“এই বিদ্যালয় প্রতিষ্ঠায় ইউএনও সুকান্ত সাহার উদ্যোগ সত্যিই অনন্য। এখানকার মানুষের জন্য একটি বিদ্যালয় অত্যন্ত প্রয়োজন ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়েছে। বাচ্চাদের জন্য নিরাপদ খেলার মাঠ নিশ্চিতে ১০ দিনের মধ্যে মাটি ভরাটের জন্য অতিরিক্ত দুই লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হবে।”

তিনি আরও বলেন,

“এ ধরনের পাঁচটি বিদ্যালয়ে আলাদাভাবে মেধা যাচাই পরীক্ষার আয়োজন করা হবে। এর ফলে শিক্ষার্থীরা পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে। খুব দ্রুত বিদ্যালয়টি পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে আশা করছি। যোগ্য শিক্ষক নিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—স্কুলের ভবন ভাঙা থাকলে সমস্যা নেই, কিন্তু শিক্ষক ভাঙা থাকলে সমস্যা। তাই সেরা শিক্ষক নিয়োগ দিতে হবে। ইউএনও পদাধিকারবলে সভাপতি থাকায় বিদ্যালয়ে শক্তিশালী গার্ডিয়ানশিপ নিশ্চিত হবে।”

অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী ইউএনও সুকান্ত সাহার প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের উদ্বোধন, বিদায়ী ইউএনও সুকান্ত সাহাকে সংবর্ধনা

আপডেট: ০৪:০৪:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫

শান্তিগঞ্জে জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুলের উদ্বোধন, বিদায়ী ইউএনও সুকান্ত সাহাকে সংবর্ধনা

 

শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বহু প্রতীক্ষিত জেলা প্রশাসন ল্যাবরেটরি হাই স্কুল এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ মিয়া।

সোমবার(৮ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার আস্তমা গ্রামের প্রধান সড়কের পশ্চিমে, সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে নির্মিত আধুনিক এই শিক্ষা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে বিদ্যালয় কর্তৃপক্ষ বার্ষিক ফল প্রকাশের পাশাপাশি ‘শান্তিগঞ্জ মডেল’-এর উদ্ভাবক ও প্রতিষ্ঠাতা সভাপতি, বিদায়ী ইউএনও সুকান্ত সাহাকে বদলি-জনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করে।

বিদ্যালয়ের অধ্যক্ষ সৈয়দ রমিজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াছ মিয়া।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি তাপস শীল,বিদায়ী ইউএনও সুকান্ত সাহা, নবাগত ইউএনও মো. শাহজাহান, সুবিপ্রবি’র সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ এবং উপজেলা জামায়াতের আমীর হাফেজ আবু খালেদ।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে বলেন,

“এই বিদ্যালয় প্রতিষ্ঠায় ইউএনও সুকান্ত সাহার উদ্যোগ সত্যিই অনন্য। এখানকার মানুষের জন্য একটি বিদ্যালয় অত্যন্ত প্রয়োজন ছিল। জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়া হয়েছে। বাচ্চাদের জন্য নিরাপদ খেলার মাঠ নিশ্চিতে ১০ দিনের মধ্যে মাটি ভরাটের জন্য অতিরিক্ত দুই লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হবে।”

তিনি আরও বলেন,

“এ ধরনের পাঁচটি বিদ্যালয়ে আলাদাভাবে মেধা যাচাই পরীক্ষার আয়োজন করা হবে। এর ফলে শিক্ষার্থীরা পঞ্চম ও অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষার আগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে পারবে। খুব দ্রুত বিদ্যালয়টি পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে আশা করছি। যোগ্য শিক্ষক নিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—স্কুলের ভবন ভাঙা থাকলে সমস্যা নেই, কিন্তু শিক্ষক ভাঙা থাকলে সমস্যা। তাই সেরা শিক্ষক নিয়োগ দিতে হবে। ইউএনও পদাধিকারবলে সভাপতি থাকায় বিদ্যালয়ে শক্তিশালী গার্ডিয়ানশিপ নিশ্চিত হবে।”

অনুষ্ঠানের শেষ পর্বে বিদায়ী ইউএনও সুকান্ত সাহার প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানিয়ে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়।