বীরগঞ্জে সকালে বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় কুশল বিনিময় ও মতবিনিময়ে মনজুরুল ইসলাম
- আপডেট: ০৯:৫৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
- / ১৮০০৬

বীরগঞ্জে সকালে বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় কুশল বিনিময় ও মতবিনিময়ে মনজুরুল ইসলাম
রনজিৎ সরকার রাজ :বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬নং নিজপড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় সকালে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেছেন দিনাজপুর–১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. মনজুরুল ইসলাম (মঞ্জু)।
এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। পাশাপাশি স্থানীয়দের কাছ থেকে চলমান নানা সমস্যা, প্রয়োজন ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন। গ্রামবাসী তাদের দৈনন্দিন জীবনের সংকট, উন্নয়ন ঘাটতি ও বিভিন্ন নাগরিক সুবিধা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
মনজুরুল ইসলাম বলেন, জনগণের সঙ্গে সরাসরি কথা বলাই তাঁর রাজনীতির মূল শক্তি। মানুষের কথা শোনা এবং তাদের সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়াই তাঁর অঙ্গীকার। তিনি জানান, এলাকার উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা বলেন, প্রার্থীর এমন সরাসরি উপস্থিতি ও কথা বলার সুযোগ তাদের আশাবাদী করেছে। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে এই যোগাযোগ আরও দৃঢ় হবে এবং এলাকার সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবে।




















