০৯:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

বালিয়াডাঙ্গীতে টেন্ডার ছাড়া সরকারি রাস্তার ইট তুলে নিলেন বিএনপি নেতারা

  • আপডেট: ০৩:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • / ১৮০০৭

বালিয়াডাঙ্গীতে টেন্ডার ছাড়া সরকারি রাস্তার ইট তুলে নিলেন বিএনপি নেতারা

 

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সরকারি অর্থে নির্মিত রাস্তার সোলিংয়ের ইট টেন্ডার ছাড়াই তুলে নিয়ে নিজ বাড়িতে মজুত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির দুই নেতার বিরুদ্ধে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৮ নং বড়বাড়ি ইউনিয়নের বেলহাড়া থেকে বেলবাড়ী এলাকার ব্রিজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সরকারি বরাদ্দে সংস্কারকৃত ইট সোলিং রাস্তার ইট দলীয় প্রভাব খাটিয়ে তুলে নেওয়া হয়।

অভিযুক্তরা হলেন— ৮ নং বড়বাড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বার টুনি (৫০), তার ছেলে মোঃ মিলন উদ্দিন (৩৫) এবং একই ওয়ার্ড বিএনপির সেক্রেটারি নজির উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম নাবু।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে বেলহাড়া বটতলা মোড় সোহরাবের ঘুন্টির পাশে ২০ ফুট দৈর্ঘ্যের একটি কালভার্ট নির্মাণ করা হয়। কালভার্টের দুই পাশে প্রায় ১৪ হাজার ইট দিয়ে সোলিং করা হয়েছিল। সেই সোলিংয়ের ইটই তুলে নিয়ে অভিযুক্তরা নিজ নিজ বাড়িতে মজুত করেন।

এ বিষয়ে ৮ নং বড়বাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজমা আক্তার জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অজুন কুমার দাসকে বিষয়টি অবহিত করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অভিযুক্তদের বাড়িতে কাউকে না পেলেও সোলিংয়ের ইট সেখানে পাওয়া যায়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সংশ্লিষ্টদের নিজ খরচে ইট পুনঃস্থাপনের নির্দেশ দেন এবং প্রাথমিক তদন্তের জন্য উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়।

উপজেলা প্রকৌশলী সহকারী মাইনুল ইসলাম বলেন, “এ বিষয়ে কাউকে কোনো টেন্ডার দেওয়া হয়নি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিউল মাডি জানান, “ঘটনাস্থলে গিয়ে আমরা সোলিংয়ের ইট সরিয়ে নেওয়ার সত্যতা পেয়েছি। ইটগুলো অভিযুক্ত বিএনপি নেতাদের বাড়িতে পাওয়া গেছে। দ্রুত ইটগুলো যথাস্থানে বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় অনেক এলাকাবাসী ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

বালিয়াডাঙ্গীতে টেন্ডার ছাড়া সরকারি রাস্তার ইট তুলে নিলেন বিএনপি নেতারা

আপডেট: ০৩:৩০:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬

বালিয়াডাঙ্গীতে টেন্ডার ছাড়া সরকারি রাস্তার ইট তুলে নিলেন বিএনপি নেতারা

 

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি :

 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় সরকারি অর্থে নির্মিত রাস্তার সোলিংয়ের ইট টেন্ডার ছাড়াই তুলে নিয়ে নিজ বাড়িতে মজুত করার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির দুই নেতার বিরুদ্ধে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ৮ নং বড়বাড়ি ইউনিয়নের বেলহাড়া থেকে বেলবাড়ী এলাকার ব্রিজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সরকারি বরাদ্দে সংস্কারকৃত ইট সোলিং রাস্তার ইট দলীয় প্রভাব খাটিয়ে তুলে নেওয়া হয়।

অভিযুক্তরা হলেন— ৮ নং বড়বাড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বার টুনি (৫০), তার ছেলে মোঃ মিলন উদ্দিন (৩৫) এবং একই ওয়ার্ড বিএনপির সেক্রেটারি নজির উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম নাবু।

স্থানীয় সূত্রে জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে বেলহাড়া বটতলা মোড় সোহরাবের ঘুন্টির পাশে ২০ ফুট দৈর্ঘ্যের একটি কালভার্ট নির্মাণ করা হয়। কালভার্টের দুই পাশে প্রায় ১৪ হাজার ইট দিয়ে সোলিং করা হয়েছিল। সেই সোলিংয়ের ইটই তুলে নিয়ে অভিযুক্তরা নিজ নিজ বাড়িতে মজুত করেন।

এ বিষয়ে ৮ নং বড়বাড়ি ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজমা আক্তার জানান, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অজুন কুমার দাসকে বিষয়টি অবহিত করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসান উল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অভিযুক্তদের বাড়িতে কাউকে না পেলেও সোলিংয়ের ইট সেখানে পাওয়া যায়। এ সময় সহকারী কমিশনার (ভূমি) সংশ্লিষ্টদের নিজ খরচে ইট পুনঃস্থাপনের নির্দেশ দেন এবং প্রাথমিক তদন্তের জন্য উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দেওয়া হয়।

উপজেলা প্রকৌশলী সহকারী মাইনুল ইসলাম বলেন, “এ বিষয়ে কাউকে কোনো টেন্ডার দেওয়া হয়নি। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সামিউল মাডি জানান, “ঘটনাস্থলে গিয়ে আমরা সোলিংয়ের ইট সরিয়ে নেওয়ার সত্যতা পেয়েছি। ইটগুলো অভিযুক্ত বিএনপি নেতাদের বাড়িতে পাওয়া গেছে। দ্রুত ইটগুলো যথাস্থানে বসানোর নির্দেশ দেওয়া হয়েছে।”

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্তরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় অনেক এলাকাবাসী ভয়ে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।