মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী ‘ভাগনে বিল্লাল’ গ্রেফতার
- আপডেট: ১১:৩৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ অগাস্ট ২০২৫
- / ১৮০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ও কবজি কাটা গ্রুপের’ অন্যতম সদস্য বিল্লাল ওরফে ভাগ্নে বিল্লাল ওরফে অগ্নি বিল্লালকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
মঙ্গলবার(১৯ আগস্ট) সকালে ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন,সাতটি ওয়ারেন্ট ও ছয় মামলার এজাহারনামীয় আসামি মোহাম্মদপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী ভাগ্নে বিল্লালকে গ্রেফতার করেছে সিটিটিসি। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে বিল্লাল গাজী নামে এক হাউজিং কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় গত বছরের ২৮ অক্টোবর ভাগ্নে বিল্লালকে গ্রেফতার করেছিল র্যাব। গ্রেফতারের সময় তার কাছ থেকে সামুরাই,পাহাড়ি দা,লক কাটার,তিনটি ওয়াকিটকি,দুটি ওয়াকিটকি চার্জার,শিশা খাওয়ার মেশিন,মোটরসাইকেল, রাউটার এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করে হয়।


















