১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫
শিরোনাম:
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রেস বিবৃতি ভুল:ভারত
- আপডেট: ০৯:৫০:০৭ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / ১৮০৬০

ডেক্স রিপোর্ট:
ভারতের মাটিতে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের সব রাজনৈতিক অফিস বন্ধ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেয়া প্রেস বিবৃতিকে ভুল দাবি করেছে ভারত। বুধবার (২০ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে,ভারতে আওয়ামী লীগের সদস্যদের দ্বারা বাংলাদেশবিরোধী কোনও কার্যকলাপ বা ভারতীয় আইনের পরিপন্থী কোনও কর্মকাণ্ড সম্পর্কে ভারত সরকার অবগত নয়। সরকার ভারতের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার অনুমতি দেয় না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের দেয়া প্রেস বিবৃতি তাই ভুল।
এতে আরও বলা হয়েছে,ভারত তার প্রত্যাশা পুনর্ব্যক্ত করে যে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট নিশ্চিত করার জন্য বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ,সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে।














