উত্তরা এপার্টমেন্ট প্রকল্পে ফ্ল্যাট ও কার পার্কিং আইডি বরাদ্দের লটারি অনুষ্ঠিত
- আপডেট: ১০:২৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০১৭

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক বাস্তবায়িত উত্তরা ১৮ নম্বর সেক্টরের এপার্টমেন্ট প্রকল্পে বরাদ্দ পাওয়া গ্রাহকদের মাঝে ফ্ল্যাট ও কার পার্কিং আইডি প্রদানের জন্য লটারি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) সকাল ১০টায় রাজউক অডিটরিয়ামে আয়োজিত এ লটারিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয়,অত্যাধুনিক সফটওয়্যার ব্যবহার করে স্বচ্ছ প্রক্রিয়ায় লটারি সম্পন্ন করা হয়েছে। এদিন মোট ১৪৩টি ফ্ল্যাট ও ৫২৪টি কার পার্কিং আইডি বরাদ্দ দেওয়া হয়। এর আগে উপস্থিত ফ্ল্যাট বরাদ্দ প্রাপকদের মাধ্যমে পর্যায় সংখ্যা নির্ধারণ করা হয়।
রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো.রিয়াজুল ইসলাম বলেন, “বাংলাদেশের প্রেক্ষাপটে উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের মতো বৃহৎ পরিসরের আবাসিক এলাকা নগরবাসীর জীবনে ভিন্ন মাত্রা যোগ করবে। আজকের লটারি সর্বোচ্চ স্বচ্ছতার মধ্য দিয়ে সম্পন্ন করা হয়েছে।”
উল্লেখ্য,উত্তরা এপার্টমেন্ট প্রকল্পের এ ব্লকে ৭৯টি ভবনে মোট ৬৬৩৬টি ফ্ল্যাট রয়েছে। প্রকল্প এলাকার ৫৫ শতাংশ জায়গা খেলার মাঠ,পার্ক,সবুজায়ন ও রাস্তার জন্য বরাদ্দ রাখা হয়েছে। প্রতিটি ভবনে রয়েছে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট, রেইন ওয়াটার হার্ভেস্টিং সিস্টেম এবং এলপি গ্যাস সরবরাহের জন্য রেটিকুলেটেড সিস্টেম।
লটারি কার্যক্রমে বরাদ্দপ্রাপ্তরা সন্তোষ প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজউকের সদস্য (এস্টেট ও ভূমি) শেখ মতিয়ার রহমান,সদস্য (পরিকল্পনা) গিয়াস উদ্দিন,সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) মোহাম্মদ বশিরুল হকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

















