০৭:২৪ অপরাহ্ন, বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

মতিঝিলে ডিবির হাতে যশোরের সাবেক ইউপি চেয়ারম্যান আটক

  • আপডেট: ০৩:০১:২০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮০২১

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

যশোর ঝিকরগাছার ১১ নম্বর বাঁকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নিছার আলীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো.হেলালউদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘মোহাম্মদ নিছার আলীকে মতিঝিল মেট্রো রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এখন তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। নিছার আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

গ্রেফতার হওয়া নিছার আলীর গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার খলসী গ্রামে। তার পিতার নাম মৃত গহর আলী মোড়ল।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

মতিঝিলে ডিবির হাতে যশোরের সাবেক ইউপি চেয়ারম্যান আটক

আপডেট: ০৩:০১:২০ অপরাহ্ন, সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫

নিজস্ব প্রতিবেদক,ঢাকা

যশোর ঝিকরগাছার ১১ নম্বর বাঁকড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ নিছার আলীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উত্তরা বিভাগের একটি দল তাকে গ্রেফতার করে। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো.হেলালউদ্দিন ভূইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,‘মোহাম্মদ নিছার আলীকে মতিঝিল মেট্রো রেল স্টেশন এলাকা থেকে গ্রেফতার করা হয়। এখন তাকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। নিছার আলীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

গ্রেফতার হওয়া নিছার আলীর গ্রামের বাড়ি যশোরের ঝিকরগাছা উপজেলার খলসী গ্রামে। তার পিতার নাম মৃত গহর আলী মোড়ল।