ট্রেনে মাদক পাচারের চেষ্টা, শপিং ব্যাগে লুকানো ৪৮৩০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
- আপডেট: ০৮:২৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০৪৩

নিজস্ব প্রতিবেদক,ঢাকা
ট্রেনে করে অভিনব কায়দায় ইয়াবা পাচারের সময় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ৪ হাজার ৮৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত আসামির নাম, সুলতান প্রামাণিক।
শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে র্যাব-১ ও র্যাব-১০ এর যৌথ আভিযানিক দল তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন র্যাব-১০,সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এসএম হাসান সিদ্দিকী।
র্যাব জানায়,শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি মো.সুলতান প্রামানিককে গ্রেফতার করা হয়।
এসময় সুলতান প্রামানিকের শপিং ব্যাগ থেকে অভিনব কায়দায় রাখা ৪ হাজার ৮৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়,দীর্ঘদিন ধরে কমলাপুর রেলওয়ে স্টেশন ও আশপাশের এলাকায় ইয়াবা সরবরাহ করে আসছিল।
র্যাব জানায়,গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। এছাড়া উদ্ধারকৃত ইয়াবা ও আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।




















