রাঙ্গামাটিতে অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও পরিবহন সমবায় নেতাদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়
- আপডেট: ০৬:২১:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
- / ১৮০১৮

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের সঙ্গে জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন ও পার্বত্য যান্ত্রিক পরিবহন বহুমুখী সমবায় সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার বলেন, “রাঙ্গামাটি আমাদের সবার। এখানে পাহাড়ি-বাঙালি ভেদাভেদ নেই, আছে কেবল রাঙ্গামাটিবাসী। কোনো গুজব বা উস্কানি আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারবে না। সাধারণ জনগণ পুলিশকে সহযোগিতা করলে রাঙ্গামাটিকে বাংলাদেশের সম্প্রীতির মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব হবে। সম্প্রীতি রক্ষায় রাঙ্গামাটি জেলা পুলিশ সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ।”
তিনি আহ্বান জানান,কোনো গুজব বা সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করতে, যাতে আইনশৃঙ্খলা ও সম্প্রীতি অটুট থাকে।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইকবাল হোছাইন, পিপিএম এবং কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাহেদ উদ্দিন।














