চট্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে কোস্ট গার্ডের বিশেষ টহল
- আপডেট: ১০:০৭:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
- / ১৮০১৬

নিজস্ব প্রতিবেদক,সোনালী খবর
শারদীয় দুর্গোৎসব–২০২৫ উপলক্ষে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন,প্রতিষ্ঠালগ্ন থেকেই কোস্ট গার্ড উপকূলীয় এলাকার আইনশৃঙ্খলা রক্ষা,ধর্মীয় উপাসনালয় ও গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং জনসাধারণের জান-মালের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই অংশ হিসেবে কক্সবাজার জেলার ২৬টি এবং চট্টগ্রাম জেলার ২৮টি পূজা মণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ২৪ ঘণ্টা বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি পতেঙ্গায় স্থাপন করা হয়েছে একটি বিশেষ সহায়তা বুথ।
প্রতিমা বিসর্জনের সময় দুর্ঘটনা এড়াতে সচেতনতামূলক প্রচারণা চালানো হচ্ছে। এর মধ্যে রয়েছে—বোটে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী না তোলা,বোটে অবস্থানকালে লাইফ জ্যাকেট ব্যবহার বাধ্যতামূলক করা এবং সাঁতার না জানা ব্যক্তিদের বোটে না তোলার পরামর্শ। এ ছাড়া সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলায় ডুবুরি দল ও মেডিক্যাল টিম সর্বদা প্রস্তুত রয়েছে।
জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের হেল্পলাইন ১৬১১১–তে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন,আমরা চাই দেশের শান্তিপ্রিয় হিন্দু সম্প্রদায়ের মানুষরা যেনো সুন্দর,সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে তাদের ধর্মীয় উৎসব উদ্যাপন করতে পারে। ভবিষ্যতেও কোস্ট গার্ডের এ ধরনের জননিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।














