দিনাজপুর-৬ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী মনজুরুল ইসলাম কর্মীদের ঐক্য ও সংযমের আহ্বান
- আপডেট: ১০:০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / ১৮০০৭

দিনাজপুর প্রতিনিধি নয়ন রায়
দিনাজপুর-৬ (বীরগঞ্জ-কাহারোল) এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর পক্ষ থেকে ধানের শীষ প্রতীক মনোনীত সম্ভাব্য প্রার্থী হিসেবে কৃষক দল কেন্দ্রীয় কমিটির ১ নং সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি ও বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব মনজুরুল ইসলাম এর নাম ঘোষণা করা হয়েছে।
এ প্রেক্ষিতে তিনি দলীয় সকল নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও সহযোদ্ধাদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন —
কোনো প্রকার আনন্দ মিছিল, উল্লাস বা উৎসবের আয়োজন থেকে বিরত থাকার জন্য।
তিনি আরো বলেন,
“রাজনীতি মানেই প্রতিযোগিতা, এবং আজ সেই প্রতিযোগিতার একটি অধ্যায়ের সমাপ্তি হয়েছে। দলীয় প্রতীক মনোনয়নের মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ ভুল বোঝাবুঝিরও অবসান ঘটেছে। এখন সময় একসাথে এগিয়ে যাওয়ার।”
তাই তিনি সকলের প্রতি আহ্বান জানান —
দেশনায়ক জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। নিজেদের সকল দ্বিধা-দ্বন্দ্ব ও বিভেদ ভুলে, বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে একতাবদ্ধভাবে সংগঠনকে শক্তিশালী করতে হবে।
শেষে তিনি বলেন,> “চলুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করি এবং একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করি।”













