১১:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫

সিআইডি অভিযানে অনলাইন প্রতারক চক্রের দুই হোতা গ্রেপ্তার

  • আপডেট: ১১:৪২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • / ১৮০০০

নিজস্ব প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অনলাইনভিত্তিক প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের দুই হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর মালিবাগ সিআইডি শাখার একটি বিশেষ টিম বুধবার (৬ নভেম্বর ২০২৫) পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—

১) ফারদিন আহমেদ (প্রতীক), পিতা—জাহাঙ্গীর আলম, ঠিকানা—রামনগর, কোতোয়ালি, দিনাজপুর।

২) মো. সাগর আহমেদ, পিতা—মো. সমির, ঠিকানা—ভান্ডারা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও।

সিআইডি জানায়, চক্রটি বিভিন্ন ভুয়া টেলিগ্রাম আইডি, ওয়েবসাইট ও অনলাইন অ্যাপের মাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে আসছিল। প্রতারণার শিকার একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি মালিবাগ শাখা।

বৃহস্পতিবার সকালে সিআইডির ইন্সপেক্টর মুনির হোসেনের নেতৃত্বে একটি দল প্রথমে পঞ্চগড়ে অভিযান চালিয়ে ফারদিন আহমেদ প্রতীককে গ্রেপ্তার করে। পরে রাণীশংকৈল উপজেলার ভান্ডারা এলাকায় পৃথক অভিযানে সাগর আহমেদকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

সিআইডি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণাসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চক্রটির আরও সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সিআইডি অভিযানে অনলাইন প্রতারক চক্রের দুই হোতা গ্রেপ্তার

আপডেট: ১১:৪২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫

নিজস্ব প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় অনলাইনভিত্তিক প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের দুই হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রাজধানীর মালিবাগ সিআইডি শাখার একটি বিশেষ টিম বুধবার (৬ নভেম্বর ২০২৫) পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—

১) ফারদিন আহমেদ (প্রতীক), পিতা—জাহাঙ্গীর আলম, ঠিকানা—রামনগর, কোতোয়ালি, দিনাজপুর।

২) মো. সাগর আহমেদ, পিতা—মো. সমির, ঠিকানা—ভান্ডারা, রাণীশংকৈল, ঠাকুরগাঁও।

সিআইডি জানায়, চক্রটি বিভিন্ন ভুয়া টেলিগ্রাম আইডি, ওয়েবসাইট ও অনলাইন অ্যাপের মাধ্যমে উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে আসছিল। প্রতারণার শিকার একাধিক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে সিআইডি মালিবাগ শাখা।

বৃহস্পতিবার সকালে সিআইডির ইন্সপেক্টর মুনির হোসেনের নেতৃত্বে একটি দল প্রথমে পঞ্চগড়ে অভিযান চালিয়ে ফারদিন আহমেদ প্রতীককে গ্রেপ্তার করে। পরে রাণীশংকৈল উপজেলার ভান্ডারা এলাকায় পৃথক অভিযানে সাগর আহমেদকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।

সিআইডি জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণাসহ সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। চক্রটির আরও সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।