পাথারিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে স্বচ্ছ নেতৃত্বে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন সম্ভাব্য মেম্বার প্রার্থী মোঃ ফয়জুল হক
- আপডেট: ১০:৫২:১৩ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
- / ১৮০০৪

শান্তিগঞ্জ প্রতিনিধি:
শান্তিগঞ্জ উপজেলার ৫নং পাথারিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের আস্থাভাজন ব্যক্তি হিসেবে আলোচনায় রয়েছেন দরগাহপুর গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ফয়জুল হক। তিনি এলাকার প্রবীণ সমাজসেবক মোঃ এমদাদুল হকের বড় ছেলে।
সততা, দায়িত্ববোধ ও সেবামূলক মনোভাবের কারণে তিনি তরুণ প্রজন্ম থেকে শুরু করে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে–দুঃখে পাশে থাকা, অসহায়দের সহযোগিতা করা এবং শিক্ষা, মসজিদ-মাদরাসাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার মাধ্যমে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।
সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মোঃ ফয়জুল হক বলেন, “আমি রাজনীতি করতে চাই জনগণের সেবার জন্য। আমার লক্ষ্য হবে এলাকার রাস্তা-ঘাট, ড্রেনেজ, পরিষ্কার-পরিচ্ছন্নতা, শিক্ষার উন্নয়ন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। আমি চাই দরগাহপুর ও আশপাশের এলাকা হোক একটি উন্নত, শান্তিপূর্ণ ও আদর্শ ওয়ার্ড।”
তিনি আরও বলেন,“আমি নির্বাচিত হলে জনগণের ভোটের মর্যাদা রক্ষা করব, ওয়ার্ডের উন্নয়ন হবে পরিকল্পিতভাবে। কারও সঙ্গে বৈষম্য নয়—সবাই মিলে উন্নয়নই হবে আমার অঙ্গীকার।”
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা জানান, ফয়জুল হক একজন পরিচ্ছন্ন ও সেবামুখী মানুষ। তার নেতৃত্বে ওয়ার্ডবাসীর প্রত্যাশা—স্বচ্ছ ও জবাবদিহিমূলক স্থানীয় প্রশাসন গড়ে উঠবে।
বর্তমানে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তরুণদের নিয়ে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করছেন। এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজে তার উপস্থিতি ইতোমধ্যে সাধারণ মানুষের কাছে আস্থার প্রতীক হয়ে উঠেছে।



















