বীরগঞ্জে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, প্রতিপক্ষের আঘাতে নিহত ১ — গ্রেফতার ১
- আপডেট: ০৩:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫
- / ১৮০০৬

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের জামতলী এলাকায় ওয়ারিশান জমি নিয়ে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে একজন নিহত হয়েছে।
জানা গেছে, মৃত হবিবর রহমানের ভাই হুরমুজ আলী ও হবিবরের ছেলে সায়েদ আলী, সাহার আলী, শাহাদাতসহ অন্যান্য অংশীদারদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
১২ নভেম্বর বুধবার সকালে ওই জমির ধান কাটাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় সমবায় অফিসের কর্মচারী হুরমুজ আলীর ছেলে জয়নাল আবেদীন (৩৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশের প্রাথমিক প্রতিবেদনে বলা হয়েছে, জয়নালের শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
নিহতের বাবা হুরমুজ আলী বাদী হয়ে সায়েদ আলীসহ একাধিক আসামির বিরুদ্ধে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা (নম্বর: ১০(১১)২৫) দায়ের করেছেন। পুলিশ ইতিমধ্যে এজাহারভুক্ত আসামি শাহাদাতকে গ্রেফতার করেছে।
বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল গফুর জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে, অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




















