১২:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬
শিরোনাম:
কৃষকের পাকা ধান কেটে নিয়ে গেল প্রতিপক্ষরা।
- আপডেট: ০৮:৪১:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
- / ১৮০৩১

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধায় রাতের আঁধারে এক কৃষকের জমির পাকা ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গত রাতে সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়নের চরপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী কৃষক শাজাহান সরকার বাদী হয়ে সাঘাটা থানায় অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানাযায়, প্রভাবশালী স্থানীয় মৃত আব্দুল আজিজ মিয়ার পুত্র জোহা মিয়া ও তার গংদের সাথে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল এরই জের ধরে গতকাল রাতে ভাড়াকরা লোকজন নিয়ে পাকা জমিতে গিয়ে ধান কেটে নিয়ে যায় তারা। পরে ভুক্তভোগী কৃষকের একটি টিনসেট ঘর ভাংচুর করে। ঘটনার পর আজ সকালে সাঘাটা থানা পুলিশ ক্ষতিগ্রস্ত বাড়ি ও ধানের জমি পরিদর্শন করে। সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।




















