প্রার্থী পরিবর্তনের দাবিতে দিনাজপুর-১ আসনে বিএনপির বিক্ষোভ-সংবাদ সম্মেলন
- আপডেট: ১১:২৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / ১৮০০১

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে বিএনপির ঘোষিত প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জুর মনোনয়ন বাতিল করে জনপ্রিয়, গ্রহণযোগ্য ও মাঠের পরিক্ষিত নেতা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন ধলুকে মনোনয়ন প্রদানের দাবিতে বীরগঞ্জ প্রেসক্লাবে গতকাল সোমবার বিকেলে ব্যাপক বিক্ষোভ-সমাবেশ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে নেতৃত্ব দেন যুবদলের আহ্বায়ক আসাদুল ইসলাম দুলাল। এ সময় দুই উপজেলার ১৭ ইউনিয়ন ও এক পৌরসভার তৃণমূল নেতাকর্মীরা বিএনপি, যুবদল, কৃষকদল, ছাত্রদল, শ্রমিকদল, তাঁতীদল, মহিলা দলসহ সকল অঙ্গসংগঠনের শত শত নেতা-কর্মী প্রেসক্লাব চত্বরে সমবেত হয়ে মনোনয়ন পরিবর্তনের জোর দাবিতে স্লোগান দিতে থাকেন।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, দল ঘোষিত প্রার্থী দীর্ঘদিন বিদেশে অবস্থান করে ব্যবসা-বাণিজ্য করছেন। তিনি এলাকার মানুষ, দলীয় নেতা-কর্মীদের সাথে তেমন যোগাযোগ রাখেন না এবং স্থানীয় সমস্যাবলী সম্পর্কে অজ্ঞ। একজন “বসন্তের কোকিল” ধরনের নেতাকে মনোনয়ন দিয়ে দল তৃণমূলকে উপেক্ষা করেছে—যা কর্মীদের মধ্যে চরম হতাশা তৈরি করেছে।
সংবাদ সম্মেলনে বক্তারা জোর দিয়ে বলেন,
“দিনাজপুর-১ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হলে মাঠের প্রাণপ্রিয়, ত্যাগী ও জনপ্রিয় নেতা আলহাজ্ব জাকির হোসেন ধলুর বিকল্প নেই। তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে দলের আন্দোলন-সংগ্রামকে শক্তিশালী করেছেন।”
তারা আরও অভিযোগ করেন, দলীয় হাইকমান্ডের এই সিদ্ধান্ত বিজয়ের সম্ভাবনাকে ঝুঁকির মুখে ফেলবে। এখনো সময় আছে—তৃণমূলের দাবিকে গুরুত্ব দিয়ে গ্রহণযোগ্য জননেতা আলহাজ্ব জাকির হোসেন ধলুকে মনোনয়ন দিলে বিএনপির পক্ষে জয় সুসংহত হবে।
বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পৌর বিএনপির সহ-সভাপতি মেহেদী হাসান, সুজালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী।


















