বীর মুক্তিযোদ্ধা, বিএনপি নেতা মনোহর আলীর ইন্তেকাল, জানাযা সম্পূর্ণ
- আপডেট: ০৮:০৬:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
- / ১৮০২৮

সেলিম মাহবুবঃ
উত্তর সুরমা এলাকার অভিভাবক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী। সাবেক মেম্বার, বীর মুক্তিযোদ্ধা ও সালিশ ব্যক্তিত্ব, গুনীজন মনোহর আলী ইন্তেকাল করেছেন বুধবার দিনগত রাত ২.০০ ঘটিকার সময় নিজ বাড়িতে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নোয়ারাই ইউনিয়নের জয়নগর গ্রামের বাসিন্দা তিনি। বিএনপির রাজনীতির সাথে ছিলেন সম্পৃক্ত। বিএনপির জন্য একজন নিবেদিত প্রাণ ছিলেন তিনি ।
বীর মুক্তিযোদ্ধা মনোহর আলী নোয়ারাই ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন এবং আলী হোসেন এর পিতা।
বীর মুক্তিযোদ্ধা মরহুম মনোহর আলীর জানাজার নামাজ অদ্য বৃহস্পতিবার ২০ নভেম্বর বাদ যোহর ২.৩০ ঘটিকায় নিজ বাড়ির পাশে অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় মর্যাদা ও জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়। মরহুমের জানাজায় বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকলের উপস্থিতি ছিলো ও দোয়া করা হয়েছে। ##




















