০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

ময়মনসিংহ বিভাগকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই” — বিভাগীয় কমিশনার-

  • আপডেট: ০৮:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫
  • / ১৮০২৫

 

 

মোঃ রেজাউল করিম

নিজস্ব প্রতিনিধিঃ

 

বিভাগ-ময়মনসিংহে সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সঙ্গে বিভাগের বিশিষ্ট ব্যক্তিবর্গ,সুশীল সমাজের প্রতিনিধি,ছাত্র প্রতিনিধি এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ শহিদ পরিবারের সদস্য ও আহতদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

গতকাল রোজ বুধবার (১৯ নভেম্বর)-২০২৫ইংবিকেলে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।

 

এ সময় সভায় উপস্থিত অতিথিদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন-

“জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ আমাদের জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা সবাই মিলে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে চাই। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে পারলেই বাংলাদেশ আবারো এগিয়ে যাবে আলোর পথে।”

 

তিনি আরও বলেন-

“আমাদের প্রবীণ নেতৃবৃন্দের অভিজ্ঞতা ও প্রজ্ঞা আমাদের এগিয়ে যাওয়ার পথে মূল ভিত্তি। আর নবীন প্রজন্মের চিন্তা,উদ্যম এবং সৃজনশীলতাই ভবিষ্যতের বাংলাদেশ গঠনে বড় ভূমিকা রাখবে। ময়মনসিংহ বিভাগকে একটি সুগঠিত, আধুনিক ও সম্ভাবনাময় পর্যায়ে নিয়ে যেতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

 

মতবিনিময় সভায় শহিদ পরিবার, আহত ব্যক্তি, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, এবং বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ময়মনসিংহ বিভাগকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে চাই” — বিভাগীয় কমিশনার-

আপডেট: ০৮:২৭:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫

 

 

মোঃ রেজাউল করিম

নিজস্ব প্রতিনিধিঃ

 

বিভাগ-ময়মনসিংহে সদ্য যোগদানকৃত বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মীর সঙ্গে বিভাগের বিশিষ্ট ব্যক্তিবর্গ,সুশীল সমাজের প্রতিনিধি,ছাত্র প্রতিনিধি এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এ শহিদ পরিবারের সদস্য ও আহতদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

গতকাল রোজ বুধবার (১৯ নভেম্বর)-২০২৫ইংবিকেলে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার ফারাহ শাম্মী, এনডিসি।

 

এ সময় সভায় উপস্থিত অতিথিদের প্রতি শুভেচ্ছা জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন-

“জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ আমাদের জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা সবাই মিলে দেশকে সঠিক পথে এগিয়ে নিতে চাই। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে পারলেই বাংলাদেশ আবারো এগিয়ে যাবে আলোর পথে।”

 

তিনি আরও বলেন-

“আমাদের প্রবীণ নেতৃবৃন্দের অভিজ্ঞতা ও প্রজ্ঞা আমাদের এগিয়ে যাওয়ার পথে মূল ভিত্তি। আর নবীন প্রজন্মের চিন্তা,উদ্যম এবং সৃজনশীলতাই ভবিষ্যতের বাংলাদেশ গঠনে বড় ভূমিকা রাখবে। ময়মনসিংহ বিভাগকে একটি সুগঠিত, আধুনিক ও সম্ভাবনাময় পর্যায়ে নিয়ে যেতে আমরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করে যাব, ইনশাআল্লাহ।”

 

মতবিনিময় সভায় শহিদ পরিবার, আহত ব্যক্তি, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন, এবং বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।