০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

“ঢাকাসহ দেশে শক্তিশালী ভূমিকম্প”

  • আপডেট: ০৪:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
  • / ১৮০২৭

 

মোঃ রেজাউল করিম

নিজস্ব প্রতিনিধিঃ

 

দেশজুড়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। রাজধানীর বিভিন্ন অঞ্চলে অনেকেই দৌড়ে ঘর-বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।

 

ভূমিকম্পের প্রভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক আতঙ্ক দেখা দেয়। হাজী মোহাম্মদ মুহসীন হলের একজন শিক্ষার্থী আতঙ্কে নিচে নামতে গিয়ে দুইতলা থেকে লাফ দিয়ে পড়ে আহত হন। এ ছাড়া ঢাবির এফ রহমান হলের বেশ কয়েকটি রুমে ফাটলসহ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পরিস্থিতিতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা মাঠে নেমে আসে।

 

এই দিগে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়,রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। যা উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে,এবং নরসিংদী জেলা সদর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার-ই বলে ধারণা করা হচ্ছে।

 

তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন য়ে-তাদের হিসাব অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী,যা ঢাকা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে।

 

ভূমিকম্পে এখনো বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি,তবে রাজধানী ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

“ঢাকাসহ দেশে শক্তিশালী ভূমিকম্প”

আপডেট: ০৪:৫৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫

 

মোঃ রেজাউল করিম

নিজস্ব প্রতিনিধিঃ

 

দেশজুড়ে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। কয়েক সেকেন্ড স্থায়ী এই কম্পনে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের মধ্যে। রাজধানীর বিভিন্ন অঞ্চলে অনেকেই দৌড়ে ঘর-বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসেন।

 

ভূমিকম্পের প্রভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ব্যাপক আতঙ্ক দেখা দেয়। হাজী মোহাম্মদ মুহসীন হলের একজন শিক্ষার্থী আতঙ্কে নিচে নামতে গিয়ে দুইতলা থেকে লাফ দিয়ে পড়ে আহত হন। এ ছাড়া ঢাবির এফ রহমান হলের বেশ কয়েকটি রুমে ফাটলসহ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। পরিস্থিতিতে বিভিন্ন হলের শিক্ষার্থীরা মাঠে নেমে আসে।

 

এই দিগে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়,রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। যা উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল থেকে প্রায় ৭ কিলোমিটার দূরে,এবং নরসিংদী জেলা সদর থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার-ই বলে ধারণা করা হচ্ছে।

 

তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন য়ে-তাদের হিসাব অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৭ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী,যা ঢাকা থেকে প্রায় ১৩ কিলোমিটার দূরে।

 

ভূমিকম্পে এখনো বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি,তবে রাজধানী ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ।