০৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

সাংবাদিক অধিকার সুরক্ষায় এমআরইউ’র বিক্ষোভ ও মানববন্ধন

  • আপডেট: ০৬:০০:১০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  • / ১৮০২৭
  1. সেলিম মাহবুবঃ

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সারাদেশে সংঘটিত সকল সাংবাদিক হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক শাহরিয়ার নাঈম বলেন, “সাংবাদিকরা সত্য প্রকাশের জন্য কাজ করেন, আর সত্য বলার অপরাধে বারবার নির্যাতনের শিকার হন। এটি কোনো সভ্য রাষ্ট্রে মেনে নেওয়া যায় না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই—সাংবাদিকদের ওপর সকল হামলার বিচার চাই, আর কোনো মিথ্যা মামলা আমরা বরদাশত করব না।” তিনি আরও বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা কোনো বিলাসিতা নয়, এটি গণতন্ত্রের প্রধান ভিত্তি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

যুগ্ম আহ্বায়ক সোহাগ খান বলেন, “সাম্প্রতিক সময়ে যেভাবে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও মিথ্যা মামলার প্রবণতা বেড়েছে—তা উদ্বেগজনক। আমরা চাই অবিলম্বে এসব বন্ধ করা হোক। যারা সাংবাদিকদের ওপর হামলা চালায়, তাদের বিচারের মুখোমুখি করতে হবে।”

এছাড়াও বক্তব্য রাখেন, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) এর —মিসবাহ উদ্দিন, ইয়াসিন আরাফাত, রাতুল,আরাফাত হিমেল, সাগর, সুজন, মাহবুব আলম, আবির, জাকির, রনি, আসিফ, মনির, আলমগীর এবং বাপ্পি কর্মসূচিতে সংহতি জানান।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা দেশের মানুষের কণ্ঠস্বর। তাই তাদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। তারা জানান, সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার না হওয়া পর্যন্ত এমআরইউ মাঠে থাকবে।

কর্মসূচিতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

সাংবাদিক অধিকার সুরক্ষায় এমআরইউ’র বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট: ০৬:০০:১০ অপরাহ্ন, শনিবার, ২২ নভেম্বর ২০২৫
  1. সেলিম মাহবুবঃ

দেশব্যাপী সাংবাদিক নির্যাতন বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সারাদেশে সংঘটিত সকল সাংবাদিক হত্যা মামলার দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ নভেম্বর) বিকাল ৩টায় মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) এই কর্মসূচির আয়োজন করে।

কর্মসূচিতে সংগঠনের আহ্বায়ক শাহরিয়ার নাঈম বলেন, “সাংবাদিকরা সত্য প্রকাশের জন্য কাজ করেন, আর সত্য বলার অপরাধে বারবার নির্যাতনের শিকার হন। এটি কোনো সভ্য রাষ্ট্রে মেনে নেওয়া যায় না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই—সাংবাদিকদের ওপর সকল হামলার বিচার চাই, আর কোনো মিথ্যা মামলা আমরা বরদাশত করব না।” তিনি আরও বলেন, “গণমাধ্যমের স্বাধীনতা কোনো বিলাসিতা নয়, এটি গণতন্ত্রের প্রধান ভিত্তি। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।”

যুগ্ম আহ্বায়ক সোহাগ খান বলেন, “সাম্প্রতিক সময়ে যেভাবে সাংবাদিকদের ওপর হামলা, হুমকি ও মিথ্যা মামলার প্রবণতা বেড়েছে—তা উদ্বেগজনক। আমরা চাই অবিলম্বে এসব বন্ধ করা হোক। যারা সাংবাদিকদের ওপর হামলা চালায়, তাদের বিচারের মুখোমুখি করতে হবে।”

এছাড়াও বক্তব্য রাখেন, মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটি (এমআরইউ) এর —মিসবাহ উদ্দিন, ইয়াসিন আরাফাত, রাতুল,আরাফাত হিমেল, সাগর, সুজন, মাহবুব আলম, আবির, জাকির, রনি, আসিফ, মনির, আলমগীর এবং বাপ্পি কর্মসূচিতে সংহতি জানান।

বক্তারা আরও বলেন, সাংবাদিকরা দেশের মানুষের কণ্ঠস্বর। তাই তাদের নিরাপত্তা ও পেশাগত স্বাধীনতা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। তারা জানান, সাংবাদিক নির্যাতনের প্রতিটি ঘটনার বিচার না হওয়া পর্যন্ত এমআরইউ মাঠে থাকবে।

কর্মসূচিতে মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সদস্যসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।