০৯:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় বিদ্যালয় ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

  • আপডেট: ০৭:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫
  • / ১৮০৩২

 

 

মান্নার মিয়া শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জেলা প্রশাসন আয়োজিত মেধা যাচাই পরীক্ষা ২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ বিদ্যালয়গুলোর মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। যৌথভাবে সঞ্চালনা করেন রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী এবং সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া আক্তার রুবি।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া তাঁর বক্তব্যে বলেন,

“মেধা যাচাই পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিভা উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই সম্মাননা শুধু পুরস্কার নয়, এটি আপনাদের দায়িত্বও বাড়িয়ে দিল। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও মূল্যবোধে বড় হয়ে দেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শান্তিগঞ্জের শিক্ষার্থীরা যে অসাধারণ সম্ভাবনা দেখিয়েছে, প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।”

তিনি আরও বলেন,

“প্রাথমিক স্তর থেকেই প্রতিযোগিতা ও আত্মবিশ্বাস গড়ে ওঠে। শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ মেধা যাচাই পরীক্ষা ২০২৫-এ বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী শিক্ষার্থী, শ্রেষ্ঠ বিদ্যালয় ও সেরা শিক্ষক প্রতিনিধিদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।

 

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শান্তিগঞ্জে মেধা যাচাই পরীক্ষায় বিদ্যালয় ও শিক্ষার্থীদের সম্মাননা প্রদান

আপডেট: ০৭:৩২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ নভেম্বর ২০২৫

 

 

মান্নার মিয়া শান্তিগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে জেলা প্রশাসন আয়োজিত মেধা যাচাই পরীক্ষা ২০২৫ উপলক্ষে উপজেলা পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে কৃতী শিক্ষার্থী ও শ্রেষ্ঠ বিদ্যালয়গুলোর মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার (২৪ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝিলমিল অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা। যৌথভাবে সঞ্চালনা করেন রথপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার চক্রবর্তী এবং সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাবেয়া আক্তার রুবি।

জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া তাঁর বক্তব্যে বলেন,

“মেধা যাচাই পরীক্ষা শিক্ষার্থীদের প্রতিভা উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজকের এই সম্মাননা শুধু পুরস্কার নয়, এটি আপনাদের দায়িত্বও বাড়িয়ে দিল। নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও মূল্যবোধে বড় হয়ে দেশের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শান্তিগঞ্জের শিক্ষার্থীরা যে অসাধারণ সম্ভাবনা দেখিয়েছে, প্রশাসন সবসময় তাদের পাশে থাকবে।”

তিনি আরও বলেন,

“প্রাথমিক স্তর থেকেই প্রতিযোগিতা ও আত্মবিশ্বাস গড়ে ওঠে। শিক্ষক-অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে আরও এগিয়ে নিতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ শতাধিক মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের শেষে অতিথিবৃন্দ মেধা যাচাই পরীক্ষা ২০২৫-এ বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জনকারী শিক্ষার্থী, শ্রেষ্ঠ বিদ্যালয় ও সেরা শিক্ষক প্রতিনিধিদের হাতে সনদপত্র, ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন।