রাকসুতে বিজয়, এলাকায় উৎসব—সংবর্ধিত নাঈম ইসলাম
- আপডেট: ০৩:৩৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
- / ১৮০৫৪

মোঃ খুবাইব
হরিপুর ঠাকুরগাঁও প্রতিনিধি:
হরিপুরের কৃতি সন্তান রাকসু হল সংসদ নির্বাচনে ভিপি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাকসু নির্বাচনে হরিপুর উপজেলার কৃতি সন্তান জনাব নাঈম ইসলাম সৈয়দ আমির আলী হলের ভিপি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হরিপুর উপজেলা শাখার পক্ষ থেকে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানটি হরিপুর উপজেলার ১ নং গেদুরা ইউনিয়নের সুন্দরী মোড় বাজার সংলগ্ন মাঠে ২৬ নভেম্বর, বুধবার বিকাল ৪ ঘটিকায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, হরিপুর উপজেলা শাখার উদ্যোগে সৈয়দ আমির আলী হলের নবনির্বাচিত ভিপি জনাব নাঈম ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সম্মাননা স্মারক প্রদান করা হয়। হরিপুর উপজেলার কৃতি সন্তান নাঈম ইসলামের এই বিজয়ে স্থানীয় শিক্ষার্থী ও যুবসমাজের মাঝে আনন্দ ও উচ্ছ্বাসের পরিবেশ সৃষ্টি হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা মাওলানা আব্দুল হাকিম, জামায়াত মনোনীত এমপি প্রার্থী ঠাকুরগাঁও-২ আসন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাদেকুল ইসলাম মুন্না, সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখা।বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জনাব তসিকুল ইসলাম, সাবেক জেলা সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও জেলা শাখা । মাওলানা মোঃ রফিকুল ইসলাম, আমীর বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিপুর উপজেলা শাখা।মোঃ কামরুজ্জামান, সহকারী সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জামায়াতে ইসলামী হরিপুর উপজেলা শাখা । সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও বক্তারা নাঈম ইসলামের ছাত্রজীবনের বিভিন্ন সাফল্য উল্লেখ করে তাঁর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, দায়িত্ববোধ ও নেতৃত্বগুণ নিয়ে উৎসাহব্যঞ্জক বক্তব্য প্রদান করেন। তাঁরা বলেন, রাকসুর ভিপি হিসেবে তাঁর এই বিজয় হরিপুরের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার প্রতীক। বিশেষ অতিথিরা বলেন—এই সাফল্যকে কাজে লাগিয়ে তিনি যুবসমাজের মধ্যে শিক্ষা, নৈতিকতা, সামাজিক সচেতনতা এবং নেতৃত্বের মানসিকতা তৈরি করতে সক্ষম হবেন।




















