০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে রিমান্ডের ০১ জন সহ মোট ০৭ জন আসামী গ্রেফতার 

  • আপডেট: ০৩:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • / ১৮০২৮

 

 

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে থানা পুলিশের অভিযানে আওয়ামীলীগ নেতা ও রিমান্ডের আসামীসহ গ্রেফতার করেছে ৭ জনকে বিভিন্ন বাড়ি ও বাজার থেকে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে থানা পুলিশ। এ বিশেষ অভিযানে ছিলেন ছাতক থানার এসআই মোঃ সিকান্দর আলী, এসআই লতিফ, এসআই সজল, এএসআই তোহা সহ আরোও থানার অফিসার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ছাতক থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করতে সক্ষম হয়। ছাতক থানার জিডি নং-১৩৩৮, তারিখ-২৬/১১/২০২৫খ্রিঃ, ধারা-১৫১ ফৌঃ কাঃ বিঃ এর আসামী ছাতক পৌরসভার বাজনা মহল মহল্লার মৃতঃ জালাল উদ্দিনের পুত্র  মোঃ জয়মুদ্দিন (২২), ছাতক থানার এফআইআর নং-১৫, তারিখ-১০ ফেব্রুয়ারি, ২০২৫ইং,  ধারা-The Special Powers Act, 1974 Section 15/3)/25D  এর আসামী কালারুকা ইউনিয়নের মুক্তিরগাও গ্রামের বসির মিয়ার পুত্র মোঃ সমছুল হক ওরফ শামছুল (৪৮), (পদবী-আওয়ামীলীগ সমর্থক), ছাতক থানার এফআইআর নং-০৫ (১১)২৫ এর আসামী ছাতক সদর ইউনিয়নের বাউসা গ্রামের মছরব আলীর পুত্র ইকবাল ওরফে মোঃ ইকবাল খান (২৭), ছাতক থানার এফআইআর নং-২৪ (১১)২৫  এর আসামী দোলার বাজার ইউনিয়নের মৃতঃ শহিদ আলী’র পুত্র মো: আতাউর রহমান ময়না (৪২), ছাতক থানার এফআইআর নং-২৫ (১১)২৫ এর আসামী কালারুকা ইউনিয়নের রায় সন্তোষপুর গ্রামের মোজাফফর আলী’র পুত্র মাসুক আলী (৫৫), মৃতঃ হানিফ আলী’র পুত্র ফয়সল আহমদ (৩০), কয়ছর আহমদ (২৫) কে। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান জানান গ্রেফতার পূর্বক আসামীদের কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

ছাতক থানা পুলিশের বিশেষ অভিযানে রিমান্ডের ০১ জন সহ মোট ০৭ জন আসামী গ্রেফতার 

আপডেট: ০৩:৫০:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

 

 

সেলিম মাহবুব,ছাতকঃ

ছাতকে থানা পুলিশের অভিযানে আওয়ামীলীগ নেতা ও রিমান্ডের আসামীসহ গ্রেফতার করেছে ৭ জনকে বিভিন্ন বাড়ি ও বাজার থেকে বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে থানা পুলিশ। এ বিশেষ অভিযানে ছিলেন ছাতক থানার এসআই মোঃ সিকান্দর আলী, এসআই লতিফ, এসআই সজল, এএসআই তোহা সহ আরোও থানার অফিসার সঙ্গীয় পুলিশ ফোর্স সহ ছাতক থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করতে সক্ষম হয়। ছাতক থানার জিডি নং-১৩৩৮, তারিখ-২৬/১১/২০২৫খ্রিঃ, ধারা-১৫১ ফৌঃ কাঃ বিঃ এর আসামী ছাতক পৌরসভার বাজনা মহল মহল্লার মৃতঃ জালাল উদ্দিনের পুত্র  মোঃ জয়মুদ্দিন (২২), ছাতক থানার এফআইআর নং-১৫, তারিখ-১০ ফেব্রুয়ারি, ২০২৫ইং,  ধারা-The Special Powers Act, 1974 Section 15/3)/25D  এর আসামী কালারুকা ইউনিয়নের মুক্তিরগাও গ্রামের বসির মিয়ার পুত্র মোঃ সমছুল হক ওরফ শামছুল (৪৮), (পদবী-আওয়ামীলীগ সমর্থক), ছাতক থানার এফআইআর নং-০৫ (১১)২৫ এর আসামী ছাতক সদর ইউনিয়নের বাউসা গ্রামের মছরব আলীর পুত্র ইকবাল ওরফে মোঃ ইকবাল খান (২৭), ছাতক থানার এফআইআর নং-২৪ (১১)২৫  এর আসামী দোলার বাজার ইউনিয়নের মৃতঃ শহিদ আলী’র পুত্র মো: আতাউর রহমান ময়না (৪২), ছাতক থানার এফআইআর নং-২৫ (১১)২৫ এর আসামী কালারুকা ইউনিয়নের রায় সন্তোষপুর গ্রামের মোজাফফর আলী’র পুত্র মাসুক আলী (৫৫), মৃতঃ হানিফ আলী’র পুত্র ফয়সল আহমদ (৩০), কয়ছর আহমদ (২৫) কে। ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম খান জানান গ্রেফতার পূর্বক আসামীদের কে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।