০২:০৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

পানছড়িতে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: অসহায় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

  • আপডেট: ০৫:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫
  • / ১৮০২৯

 

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

 

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন (৩ বিজিবি) কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করা হয়েছে।

 

শনিবার (২৯ নভেম্বর) সকালে লোগাং বিওপির দায়িত্বাধীন এলাকার পুজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। স্থানটি জোন সদর দপ্তর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত।

 

ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ি ও বাঙ্গালী জনগণের (পুরুষ, নারী ও শিশু) মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন পানছড়ি ব্যাটালিয়ন ও লোগাং জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি।

 

এসময় উপস্থিত ছিলেন পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক ও লোগাং জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)। তিনি বলেন, স্থানীয় জনগণের সার্বিক কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবির এ উদ্যোগে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

পানছড়িতে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন: অসহায় জনগণের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

আপডেট: ০৫:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ নভেম্বর ২০২৫

 

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :

 

পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি) ও লোগাং জোন (৩ বিজিবি) কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ওষুধ প্রদান করা হয়েছে।

 

শনিবার (২৯ নভেম্বর) সকালে লোগাং বিওপির দায়িত্বাধীন এলাকার পুজগাং সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। স্থানটি জোন সদর দপ্তর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত।

 

ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ পাহাড়ি ও বাঙ্গালী জনগণের (পুরুষ, নারী ও শিশু) মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেন পানছড়ি ব্যাটালিয়ন ও লোগাং জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি।

 

এসময় উপস্থিত ছিলেন পানছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক ও লোগাং জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)। তিনি বলেন, স্থানীয় জনগণের সার্বিক কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবির এ উদ্যোগে এলাকার মানুষ সন্তোষ প্রকাশ করেছে।