বিশ্বনাথে নিয়ামতিয়া এইড এন্ড ইন্টারন্যাশনাল ইউকের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ
- আপডেট: ০৭:৫৮:০৭ অপরাহ্ন, রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
- / ১৮০২৮

বিশ্বনাথ প্রতিনিধি:
বিশ্বনাথে ১৬০ পরিবারের সদস্যদের মধ্যে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেছে নিয়ামতিয়া এইড এন্ড ইন্টারন্যাশনাল ইউকে। শনিবার (২৯ নভেম্বর) যুক্তরাজ্য প্রবাসী, হাজী জবান আলী প্রতিষ্ঠিত পূর্ব মন্ডলকাপনস্থ জামেয়া ইসলামিয়া হযরত বেলাল (রা.) হাফিজিয়া মাদ্রাসায় ওই শীত বস্ত্র বিতরণ করা হয়। সমাজসেবক সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে ও সংগঠক সাজ্জাদ আলী শিপলুর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক, মো. হেলাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ঠ ইসলামি চিন্তাবিদ, শেখ ফজিলাতুননেছা মাদ্রাসার অধ্যক্ষ হযরত মাওলানা আহমদ আলী হেলালী, সমাজসেবক মো. ছালিক মিয়া, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, হাফিজ সাবলু আমিন, আল্লামা ইসহাক আহমদ লতিফিয়া হিফজ সেন্টারের প্রধান শিক্ষক হাফিজ লোকমান আহমদ, জামেয়া ইসলামিয়া হযরত বেলাল (রা.) হাফিজিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক আব্দুল্লাহ আল-আজাদ, মতিন মিয়া, সমশের আলী।
এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক শানুর মিয়া, ছুরত মিয়া, রজব আলী, উস্তার আলী, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সোহাগ মিয়া।




















