রাণীশংকৈলে করনাইট বাসনাহার এবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন না করার অভিযোগ
- আপডেট: ০৬:৪৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৪৬

বিজয় রায় রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার করনাইট বাসনাহার এবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন না করার অভিযোগ উঠেছে।রবিবার (৩০ নভেম্বর) রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসার। তবে অজ্ঞাত কারণে করনাইট বাসনাহার এবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন করেননি জেলা শিক্ষা কর্মকর্তা। এ নিয়ে এলাকায় অসন্তোষ বিরাজ করছে।
জানা গেছে, উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক মোছা. শাহনেওয়াজ আক্তারের নিয়োগ সংক্রান্ত বিষয়ে কাগজপত্র জাল ও ভুয়া প্রমাণিত হওয়ায় মাধ্যমিক শিক্ষা অফিসার ও ইউএনও কর্তৃক প্রতিবেদন মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। যা উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। অপরদিকে আতিকুজ্জামান নামে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নিবার্হী অফিসার বরাবরে অভিযোগ দাখিল করা হলে ইউএনও কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেন। এ বিষয়ে তদন্ত চলছে। মাদ্রাসা কমিটির সভাপতি নুরুল হক,বর্তমান প্রধান শিক্ষক হাসান আলী ও সহকারী শিক্ষক আব্দুল মমিন জাল ও ভুয়া কাগজে নিয়োগ হওয়া প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসার বরাবরে গত (২৭ নভেম্বর) পৃথক পৃথক ভাবে তিনটি অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে জেলা শিক্ষা অফিসার শাহীন আকতারের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তদন্ত প্রতিবেদন না আসা পর্যন্ত কোনো বক্তব্য দিতে তিনি অনিহা প্রকাশ করেন।




















