রাণীশংকৈলে সার বিতরণ নিয়ে হট্টগোল হাসপাতালে ভর্তি উপ-সহকারী কৃষি কর্মকর্তা,মারধরের শিকার…
- আপডেট: ১১:৫০:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২ ডিসেম্বর ২০২৫
- / ১৮০৫৬

নিজস্ব প্রতিনিধি :
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চলতি রবি মৌসুমে গম, ভুট্টা ও সরিষার চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। এসময় ডিলারদের কাছে পর্যাপ্ত সার না থাকায় কৃষকরা সার সংকটে পড়েন। এর জের ধরে মঙ্গলবার (২ ডিসেম্বর) সার বিতরণের সময় এক উপ-সহকারী কৃষি কর্মকর্তা মারধরের শিকার হন। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উমরাডাঙ্গী বাজারে মল্লিক ট্রেডার্সের প্রতিনিধি মোজাম্মেল হোসেন কৃষকদের মাঝে সার বিতরণ করছিলেন। ঠিক সেই সময় তিনটি ভ্যানে করে ৫ জন কৃষক একটি একজনের নামেই ৩৩ বস্তা সার নিয়ে যাওয়ার চেষ্টা করেন। এতে সার না পাওয়া অনেকে ক্ষুব্ধ হয়ে হট্টগোল শুরু করেন। পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে উঠলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকতার হোসেন দুপুরের খাবারের কথা বলে স্থান ত্যাগ করেন।
পরে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মামুনুর রশিদ মামুন ঘটনাস্থলে এসে উপস্থিতদের সঙ্গে কথা বলেন এবং উপজেলা কৃষি কর্মকর্তাকে সেখানে আসার অনুরোধ জানান। কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম আকতার হোসেনকে সঙ্গে নিয়ে বিতরণস্থলে এলে উত্তেজিত জনতা আকতার হোসেনকে বেধড়ক মারধর করে। পরে তাকে উদ্ধার করে রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করা হয়।
কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক দেখে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
মল্লিক ট্রেডার্সের সত্ত্বাধিকারী মোজাম্মেলের সাথে এই বিষয়ে কথা হলে তিনি বলেন আমি ব্যস্ত থাকায় পাঁচজন কৃষকের সার এক ম্যামোতে দিয়েছিলাম এখানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আক্তারের কোন ভুল নেই।
উপজেলা কৃষি কর্মকর্তা সইদুল ইসলাম বলেন,রোগীর অবস্থা ভালো নয়। মাথায় আঘাত পেয়েছে, দাঁত ভেঙে গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুরে নেওয়া হচ্ছে। চিকিৎসা শেষে ভুক্তভোগীর মতামতের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাণীশংকৈল থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ রফিক বলেন
কৃষি অফিস লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া




















