০২:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬

“সংকটাপন্নে—খালেদা জিয়ার পাশে থাকতে ঢাকায় রওনা জোবাইদা রহমান”

  • আপডেট: ০৬:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০৪৯

 

 

মোঃ রেজাউল করিম

নিজস্ব-প্রতিনিধিঃ

 

“খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্নে— ঢাকা আসছেন জোবাইদা রহমান”

 

মোঃ রেজাউল করিম

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ।

 

দেশরত্ন আপসহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার জটিলতা বাড়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এ উদ্দেশে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার পথে রওনা হচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতা।

 

ঢাকায় এসে তিনি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে এমনটা জানা যাচ্ছে।

 

এর মধ্যেই কাতার সরকার জানিয়েছে, প্রয়োজন হলে তারা খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করতে প্রস্তুত। আর অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার দেশের সব মসজিদে দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছে।

 

চিকিৎসকদের মতে- গত একদিনে খালেদা জিয়ার অবস্থায় বড় কোনো পরিবর্তন নেই; তাঁরা এটিকে স্থিতিশীল কিন্তু ঝুঁকিপূর্ণ পরিস্থিতি হিসেবে বর্ণনা করছেন। ইতোমধ্যে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিল ঢাকায় এসে চিকিৎসা টিমে যোগ দিয়েছেন।

 

গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রে গুরুতর সংক্রমণ নিয়ে খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কিডনি, হৃদরোগ ও নিউমোনিয়ার জটিলতা নিয়ে চিকিৎসাধীন সংকটপূর্ণ অবস্থায় আছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

“সংকটাপন্নে—খালেদা জিয়ার পাশে থাকতে ঢাকায় রওনা জোবাইদা রহমান”

আপডেট: ০৬:১৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫

 

 

মোঃ রেজাউল করিম

নিজস্ব-প্রতিনিধিঃ

 

“খালেদা জিয়ার অবস্থা সংকটাপন্নে— ঢাকা আসছেন জোবাইদা রহমান”

 

মোঃ রেজাউল করিম

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ।

 

দেশরত্ন আপসহীন দেশনেত্রী বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থার জটিলতা বাড়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। এ উদ্দেশে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে ঢাকার পথে রওনা হচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতা।

 

ঢাকায় এসে তিনি চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে খালেদা জিয়ার বিদেশ যাত্রার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে এমনটা জানা যাচ্ছে।

 

এর মধ্যেই কাতার সরকার জানিয়েছে, প্রয়োজন হলে তারা খালেদা জিয়াকে বিদেশে নিতে এয়ার অ্যাম্বুলেন্স সরবরাহ করতে প্রস্তুত। আর অন্তর্বর্তীকালীন সরকার শুক্রবার দেশের সব মসজিদে দোয়ার আয়োজনের আহ্বান জানিয়েছে।

 

চিকিৎসকদের মতে- গত একদিনে খালেদা জিয়ার অবস্থায় বড় কোনো পরিবর্তন নেই; তাঁরা এটিকে স্থিতিশীল কিন্তু ঝুঁকিপূর্ণ পরিস্থিতি হিসেবে বর্ণনা করছেন। ইতোমধ্যে যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. রিচার্ড বিল ঢাকায় এসে চিকিৎসা টিমে যোগ দিয়েছেন।

 

গত ২৩ নভেম্বর ফুসফুস ও হৃদযন্ত্রে গুরুতর সংক্রমণ নিয়ে খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কিডনি, হৃদরোগ ও নিউমোনিয়ার জটিলতা নিয়ে চিকিৎসাধীন সংকটপূর্ণ অবস্থায় আছেন।