ছাতকে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সাথে ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
- আপডেট: ০৮:৩৪:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / ১৮০২৫

ছাতকে নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের সাথে ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
সেলিম মাহবুবঃ
ছাতক থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের আমন্ত্রনে ছাতক প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার রাতে থানায় অনুষ্ঠিত মতবিনিময়ে উপস্থিত ছিলেন নবাগত অফিসার ইন চার্জ মোঃ মিজানুর রহমান, ইনস্পেক্টর তদন্ত রনজন কুমার ঘোঘ, ছাতক প্রেসক্লাব সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, সহসভাপতি বদরউদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, প্রচার সম্পাদক তপন জ্যোতি, সহ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আজির , নির্বাহী সদস্য রাজ উদ্দিন, সদস্য তমাল পোদ্দার, আমির আলী, সেলিম মাহবুব, জাহাঙ্গীর আলম চৌধুরী, সুজন তালুকদার, জামিল আহমদ, লোকমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনায় চুরি, ডাকাতি, ছিনতাই, চোরাচালান, মাদক, নৌপথে চাঁদাবাজি, হলুদ সাংবাদিকতা ছাড়াও আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্নের বিষয়টি গুরুত্ব পায়। নবাগত অফিসার ইন চার্জ মোঃ মিজানুর রহমান তাঁর দায়িত্বকালীন সময়ে সাংবাদিকদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।




















