০৭:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬

হরিপুরে ১০০জন সুবিধাভোগি কৃষাণীদের মাঝে জিংক ধান বিতরণ

  • আপডেট: ১০:৩৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • / ১৮০২৩

সিরাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
হারভেস্ট প্লাস রিয়্যাক্টস ইন প্রজেক্ট ও আরডিআরএস বাংলাদেশের আয়োজনে আজ( ১৪ডিসেম্বর ) রবিবার ২০২৫ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নে১০০জন কৃষাণীদের মাঝে প্রশিক্ষণ ও জিংক ধানের বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত হারভেস্ট প্লাস ও আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন রিঅ্যাক্টস ইন প্রজেক্টের আওতায় আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের প্রয়োজনীয়তা ও অভাবজনিত লক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ব্রি ধান৭৪ ও ব্রি ধান১০২ জাতের ধানে জিংক এর পরিমাণ ও জিংক ধান উৎপাদন কৌশল, বীজ সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি বিষয়ে বক্তারা আলোচনা করেন।

হারভেস্ট প্লাস রিয়্যাক্ট ইন প্রক্লপে ও আরডিআরএস বাংলাদেশ রিঅ্যাক্টস- ইন প্রজেক্টের আওতায় আজ মোট ১০০জন কিষানীকে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে প্রতি জনকে ৪ কেজি হারে জিংক সমৃদ্ধ বিধান ৭৪ এর বীজ বিতরণ করা হয়েছে। কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেনগেদুরা ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থা। উপস্থিত ছিলেন অত্র ফেডারেশনের কোষাধ্যক্ষ মো: আলমগীর ও আরডিআরএস বাংলাদেশের এর উপস্থিত ছিলেন কমিউনিটি মোবিলাইজার রবিনাথ রায়।কৃষি উপ সহকারি মো : রাজেকুল ইসলাম প্রমুখ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

হরিপুরে ১০০জন সুবিধাভোগি কৃষাণীদের মাঝে জিংক ধান বিতরণ

আপডেট: ১০:৩৭:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

সিরাজুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
হারভেস্ট প্লাস রিয়্যাক্টস ইন প্রজেক্ট ও আরডিআরএস বাংলাদেশের আয়োজনে আজ( ১৪ডিসেম্বর ) রবিবার ২০২৫ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার গেদুরা ইউনিয়নে১০০জন কৃষাণীদের মাঝে প্রশিক্ষণ ও জিংক ধানের বীজ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত হারভেস্ট প্লাস ও আরডিআরএস বাংলাদেশ কর্তৃক বাস্তবায়নাধীন রিঅ্যাক্টস ইন প্রজেক্টের আওতায় আজকের এই প্রশিক্ষণ অনুষ্ঠানে মানবদেহে জিংকের গুরুত্ব, জিংকের প্রয়োজনীয়তা ও অভাবজনিত লক্ষণ বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও ব্রি ধান৭৪ ও ব্রি ধান১০২ জাতের ধানে জিংক এর পরিমাণ ও জিংক ধান উৎপাদন কৌশল, বীজ সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি বিষয়ে বক্তারা আলোচনা করেন।

হারভেস্ট প্লাস রিয়্যাক্ট ইন প্রক্লপে ও আরডিআরএস বাংলাদেশ রিঅ্যাক্টস- ইন প্রজেক্টের আওতায় আজ মোট ১০০জন কিষানীকে প্রশিক্ষণ এবং প্রশিক্ষণ শেষে প্রতি জনকে ৪ কেজি হারে জিংক সমৃদ্ধ বিধান ৭৪ এর বীজ বিতরণ করা হয়েছে। কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেনগেদুরা ইউনিয়ন সমাজকল্যাণ সংস্থা। উপস্থিত ছিলেন অত্র ফেডারেশনের কোষাধ্যক্ষ মো: আলমগীর ও আরডিআরএস বাংলাদেশের এর উপস্থিত ছিলেন কমিউনিটি মোবিলাইজার রবিনাথ রায়।কৃষি উপ সহকারি মো : রাজেকুল ইসলাম প্রমুখ।