মানুষের চিকিৎসাসেবায় নতুন দিগন্তের ঘোষণা- ব্যারিস্টার আনোয়ার হোসেনের
- আপডেট: ০১:০১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ১৮০২৭

মানুষের চিকিৎসাসেবায় নতুন দিগন্তের ঘোষণা- ব্যারিস্টার আনোয়ার হোসেনের
শান্তিগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ–৩ (শান্তিগঞ্জ–জগন্নাথপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আলমপুর গ্রামে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। মুফাসির আহমেদ রিয়াদের সঞ্চালনায় এবং আলমপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি মছদ্দর আলীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, “আমি নির্বাচিত হলে শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় সাধারণ মানুষের জরুরি চিকিৎসাসেবার কথা বিবেচনা করে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করা হবে। মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়াই আমার রাজনীতির মূল লক্ষ্য।”
তিনি আরও বলেন, এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থান খাতে অগ্রাধিকার ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জয়কলস ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান মাসুদ মিয়া, শান্তিগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক মো. ফরিদুর রহমান, গাগলি গ্রামের ফখরুজ্জামান।
এছাড়া বক্তব্য রাখেন আলমপুর গ্রামের ছুরত আলী, ছমির উদ্দিন, নুর ইসলাম, গিয়াস উদ্দিন, সাজ্জাদুর রহমান জিএমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উঠান বৈঠকে শাহেল রহমান,মোর্শেদ আহমদ রিদয়,নাঈমুর রহমান,আলম, মিনহাজ,মেহেরাজ, সাজু, আজহার সহ আলম পুর গ্রামের
বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে ব্যারিস্টার আনোয়ার হোসেনের বক্তব্য শোনেন এবং নিজেদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।




















