পানছড়িতে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
- আপডেট: ০৬:৩০:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
- / ১৮০২৫

পানছড়িতে বিজিবির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি সেক্টর সদর দপ্তরের উদ্যোগে পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পার্বত্য খাগড়াছড়ির পানছড়ি উপজেলার বাবুরাপাড়া অনুপম হিমাংশু ক্রীড়াঙ্গন মাঠে দুই শতাধিক দরিদ্র, অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে পাঁচ শতাধিক কম্বল বিতরণ করেন খাগড়াছড়ি সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ আব্দুল মোত্তাকিম, এসপিপি, পিবিজিএম, পিএসসি, জি।
শীতবস্ত্র বিতরণকালে সেক্টর কমান্ডার বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে ৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা), উপ-অধিনায়ক মেজর এস এম নুরুল কায়েশ, লোগাং বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মোখলেছুর রহমানসহ বিজিবির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত সকলে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের সঙ্গে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করেন।




















