ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার দাবিতে রাণীশংকৈলে মশাল মিছিল
- আপডেট: ০১:৫৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / ১৮০২৪

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার দাবিতে রাণীশংকৈলে মশাল মিছিল
নিজস্ব প্রতিনিধি:
ইনকিলাব মঞ্চ–এর আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মশাল মিছিল করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাণীশংকৈল পৌর শহর–এর শিবদিঘী জুলাই চপ্তর এলাকা থেকে মশাল মিছিলটি বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বন্দর চৌরাস্তা মোড়ের সামনে এসে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।
এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা প্রায় আধা ঘণ্টা বন্দর চৌরাস্তা মোড়ের সড়ক অবরোধ করে রাখে। ফলে ওই এলাকায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
বিক্ষোভকারীরা এ সময় শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, অবিলম্বে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
পরে প্রশাসনের আশ্বাসে শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত হয়।




















