ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৫০ জন, সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ
- আপডেট: ১০:৫২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
- / ১৮০১৫

ছাতকে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে আহত ৫০ জন, সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণ
সেলিম মাহবুবঃ
ছাতকে অটোরিকশাকে রাস্তার পাশে দাঁড় করানো-কে কেন্দ্র করে উপজেলার নোয়ারাই ও ঠেংগারগাও গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ ব্যাক্তি আহত হয়েছে।
জানা যায়, লাফার্জ-হোলসিম কোম্পানীর সামনের রাস্তার মেরামতের কাজ চলাকালিন অবস্থায় শনিবার বিকেলে ঠেংগারগাও গ্রামের অটোরিকশা চালক উজ্জ্বল মিয়া বিপদ জনক ভাবে গাড়ি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখলে রাস্তা মেরামত কাজে কর্তব্যরত নোয়ারাই গ্রামের ফরহাদ, সাজ্জাদ ও বাদশা মিয়ার সাথে উজ্জল মিয়ার কথা কাটাকাটি হয়।
কিছু ক্ষণ পর উজ্জ্বল মিয়া তার দলবল সহ ফরহাদ, সাজ্জাদ ও বাদশা মিয়ার উপর আকস্মিক হামলা চালায়। এতে তারা গুরুতর আহত হয়। এই ঘটনার জের ধরে সোমবার সকালে নোয়ারাই ও ঠেংগার গাও গ্রামবাসীর মধ্যে তুমুল সংঘর্ষ শুরু হয়।
দু’ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হয়। সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে সংঘর্ষ নিয়ন্ত্রণ করা হয়।
সংঘর্ষে গুরুতর আহত ইমন (২৬), মরম আলী (৬২), আবুল হোসেন, ( ২৭), ওলি আহমেদ (২৬), সায়মন ( ২২), ইউসুফ (১৮) কে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতরা স্হানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
ছাতক থানার অফিসার ইন চার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান,পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। ##




















