রাণীশংকৈলে মানসিক ভারসাম্যহীন তরুণীর ভাসমান লাশ পুকুরে থেকে উদ্ধার
- আপডেট: ০৪:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
- / ১৮০১৫

রাণীশংকৈলে মানসিক ভারসাম্যহীন তরুণীর ভাসমান লাশ পুকুরে থেকে উদ্ধার
নিজস্ব সংবাদদাতা।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে জেসি খাতুন (১৯) নামে এক মানসিক ভারসাম্যহীন তরুণীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ৮ নং নন্দুয়ার ইউনিয়নের পূর্ব বনগাঁও এলাকার পাঁচপীর কবরস্থানের পাশের সড়কসংলগ্ন একটি পুকুর থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত জেসি খাতুন নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রাম এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পরিবারের কাউকে না জানিয়ে জেসি খাতুন বাড়ি থেকে বের হয়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। শনিবার সকালে পথচারীরা পুকুরে একটি লাশ ভাসতে দেখে বিষয়টি স্থানীয়দের জানান। পরে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, নিহত তরুণী প্রাপ্তবয়স্ক হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



















