শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময়
- আপডেট: ১০:৪৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
- / ১৮০১১

শান্তিগঞ্জে ব্যারিস্টার আনোয়ার হোসেনের নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময়
মান্নার মিয়া:(সুনামগঞ্জ)
সুনামগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেনের নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইসলামপুর গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর গ্রামের প্রবীণ মুরব্বি লাল মিয়ার সভাপতিত্বে এবং মুফাসির আহমদ রিয়াদের সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্বের মাধ্যমে শান্তিগঞ্জসহ সুনামগঞ্জ-৩ আসনকে উন্নয়নের ধারায় এগিয়ে নেওয়ার অঙ্গীকার করেন তিনি।
সভায় আরও বক্তব্য দেন জয়কলস ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান মাসুদ মিয়া, ইসলামপুর গ্রামের বিশিষ্ট মুরব্বি নুর আলী, আব্দুল হেকিম, শামীম মিয়া, বিলাল মিয়া, জিয়াউর রহমান, মনির হোসেন প্রমুখ। বক্তারা স্থানীয় সমস্যা, উন্নয়ন চাহিদা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ব্যারিস্টার আনোয়ার হোসেনের কাছে দাবি-প্রস্তাব উপস্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শাহেল রহমান, মোজাহিদ খান, রেজুয়ান আহমদ রিদয়, নাইমুর রহমান, মেহেরাজ, মিনহাজসহ ইসলামপুর গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সভায় উৎসবমুখর পরিবেশে প্রার্থী ও এলাকাবাসীর মধ্যে খোলামেলা মতবিনিময় হয়।




















