“লালমনিরহাটে বিএসএফের ছররা গুলি” পতাকা বৈঠকের আহ্বানেও সাড়া নেই-
- আপডেট: ১১:২৭:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ১৮০০৫

মোঃ রেজাউল করিম
নিজস্ব প্রতিবেদকঃ –
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর সীমান্তে তিন থেকে চার রাউন্ড ছররা গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
হঠাৎ গুলির শব্দে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, গুলির সময় অনেকেই ঘরবাড়ি থেকে বেরিয়ে পড়েন, কৃষকরা নিরাপত্তার কারণে মাঠের কাজ ফেলে ঘরে ফিরে আসেন।
ঘটনার পরপরই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) শ্রীরামপুর বিওপির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানায়। তবে বিএসএফ এখনো সে আহ্বানে সাড়া দেয়নি।
বিজিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “বিএসএফের এমন আচরণে সীমান্ত এলাকায় অযথা উত্তেজনা সৃষ্টি হচ্ছে। আমরা বিষয়টি উচ্চ পর্যায়ে জানিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি।”
এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্প্রতি এ বিষয়ে লালমনিরহাট ও আশপাশের সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ ও অযাচিত তৎপরতা বেড়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিজিবি বলেছে, সীমান্তে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলমান রয়েছে।
























