জর্ডানে বাংলাদেশি নারী শ্রমিকদের দুঃসহ জীবন: সহযোগিতা চান দূতাবাসের কাছে
- আপডেট: ১১:৩৮:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / ১৮০০৬

নিজস্ব প্রতিনিধি:
জর্ডানের আলতা জুমা নুর ইসলাম কোম্পানিতে কর্মরত বাংলাদেশি গার্মেন্টস কর্মীরা মানবেতর জীবনযাপন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কর্মীদের করা অভিযোগের সবগুলোই সত্য বলে জানিয়েছেন ঘটনাস্থলে গিয়ে প্রতিবেদন সংগ্রহ করা সাংবাদিকরা।
শ্রমিকদের অভিযোগ— তাদের আকামার মেয়াদ শেষ হয়ে গেছে। ইতোমধ্যে প্রায় ২০ জন কর্মীকে পুলিশ আটক করেছে। কোম্পানির মালিক ৫ জনকে ছাড়িয়ে আনলেও বাকি শ্রমিকদের ছাড়ানোর কোনো উদ্যোগ নিচ্ছেন না বলে জানা গেছে।
খাবারের মান নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ। শ্রমিকরা জানান, তাদের নিম্নমানের খাবার দেওয়া হয়। সপ্তাহে একদিন মুরগির মাংস দেওয়া হলেও তা দুর্গন্ধযুক্ত হওয়ায় খাওয়া যায় না। এমনকি বছরে মাত্র একদিন গরুর মাংস খেতে দেওয়া হয়।
এ অবস্থায় তারা দিন-রাত পরিশ্রম করে যাচ্ছেন শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর আশায়। কিন্তু সেই সামান্য সুখটুকুও যেন অধরা হয়ে পড়েছে তাদের কাছে। নিয়মিত বেতন না পেয়ে ২-৩ মাস পর পর আংশিক বেতন পাচ্ছেন তারা। এতে করে তারা এখন চরম অসহায় অবস্থায় পড়েছেন।
এমন পরিস্থিতিতে তারা বাংলাদেশ দূতাবাসে লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। দূতাবাসের পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেওয়া হলেও, শ্রমিকদের পক্ষে পুনরায় দূতাবাসে যাওয়া সম্ভব হচ্ছে না— কারণ তাদের কাছে যাতায়াতের ভাড়াও নেই।
শ্রমিকরা বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ ও দ্রুত সহযোগিতা কামনা করেছেন, যাতে তাদের এই চরম ভোগান্তি ও দুর্দশার অবসান ঘটে।
























