ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর শাখার সভাপতি নির্বাচন সম্পন্ন
- আপডেট: ০৫:৪৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
- / ১৮০০৩

ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর শাখার সভাপতি নির্বাচন সম্পন্ন
আবুন নুর আজাদ, ঠাকুরগাঁও (বালিয়াডাংগী) প্রতিনিধি:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঠাকুরগাঁও শহর শাখার ২০২৬ সেশনের সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে সাথীদের প্রত্যক্ষ ভোটে শাখা সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
আজ ১৩ জানুয়ারি ঠাকুরগাঁও শহর শাখার উদ্যোগে সাথীদের অংশগ্রহণে এক সাথী সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ।
সমাবেশে ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে সাথীদের প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মো. মাহমুদুল হাসানকে সভাপতি হিসেবে ঘোষণা করেন কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা। এ সময় তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।
পরবর্তীতে সংগঠনের গঠনতন্ত্র ও সাথীদের পরামর্শ অনুযায়ী নবনির্বাচিত সভাপতি মো. মাহমুদুল হাসান শাখা সেক্রেটারি হিসেবে মো. নূর আলমকে মনোনয়ন প্রদান করেন।
শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সাথী সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।



















