ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নিষিদ্ধ ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সামাজিক মাধ্যমে মিশ্রপ্রতিক্রিয়া।
- আপডেট: ০১:৩৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬
- / ১৮০১৩

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নিষিদ্ধ ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, সামাজিক মাধ্যমে মিশ্রপ্রতিক্রিয়া।
ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের ঘটনা সামনে এসেছে। এ উপলক্ষে কেক কেটে কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ৪ জানুয়ারি (রবিবার) রানীশংকৈল উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে ওই অনুষ্ঠানের একটি ছবি সংগঠনটির নামে পরিচালিত একটি ফেসবুক পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়। ছবিটি মুহূর্তেই ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা ও সমালোচনা।
উল্লেখ্য, ১৯৪৮ সালের ৪ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সময়ের প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। জন্মলগ্ন থেকেই ভাষা আন্দোলন, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থানসহ স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে সংগঠনটি।
তবে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে দেশের অন্তর্বর্তীকালীন সরকার। ২০২৪ সালের ২৩ অক্টোবর সংগঠনটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধট করা হয়।



















