বীরগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার: মানবিক দৃষ্টান্ত স্থাপন জামতলী যুবকল্যাণ পরিষদের
- আপডেট: ১২:১৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
- / ১৮০০৪

গোকুল চন্দ্র রায়, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুরের বীরগঞ্জে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে জামতলী যুবকল্যাণ পরিষদ। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নিজেরাই কাঁচা রাস্তা সংস্কার করে এলাকায় দৃষ্টান্ত স্থাপন করেছেন সংগঠনটির সদস্যরা।
বীরগঞ্জ উপজেলার শতগ্রাম ইউনিয়নের জামতলী থেকে নীলফামারীর বাদলা ঘাট পর্যন্ত কাঁচা রাস্তাটি টানা কয়েকদিনের বৃষ্টিতে একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রাস্তার এমন বেহাল দশা হয় যে বড় যানবাহন তো দূরের কথা—সাধারণ পথচারী, সাইকেল, মোটরসাইকেল, ভ্যান, সিএনজিও চলাচল করতে পারছিল না। এতে স্কুলগামী শিক্ষার্থীসহ স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হয়।
এমন পরিস্থিতিতে জামতলী যুবকল্যাণ পরিষদের সদস্যরা নিজ উদ্যোগে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তাটি সংস্কারের কাজে নামেন। কয়েকদিনের অক্লান্ত পরিশ্রমে তারা রাস্তাটি সংস্কার করে চলাচলের উপযোগী করে তোলেন।
রাস্তাটি সংস্কারের পর এলাকাবাসী, পথচারী ও পরিবহন শ্রমিকরা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন। তারা সংগঠনটির এ মানবিক উদ্যোগের ভূয়সি প্রশংসা করেন। এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে এই রাস্তার পাকা করণ নিশ্চিত করতে জনপ্রতিনিধি ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।
এলাকাবাসী জানান, জামতলী যুবকল্যাণ পরিষদ প্রতিষ্ঠার পর থেকেই সমাজের উন্নয়নে নানা মানবিক ও সামাজিক কাজ করে আসছে। সরকারি-বেসরকারি সহায়তা পেলে তারা আরও অনেক কল্যাণমূলক কাজ করতে সক্ষম হবে বলেও আশা প্রকাশ করেন।
রাস্তা সংস্কারকাজে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা শেখ মোঃ আবু হানিফ, সাংবাদিক মোঃ ইউসুফ আলী, জহিরুল ইসলাম, সোহাগ মন্ডল, সংগঠনের সভাপতি মসলিম হাসান (লিমন), কায়েজ রাজ, মোস্তাক আহম্মেদ, গোলাম রব্বানী, আঃ সবুর, হানিফ পালোয়ান, মোঃ সুমন, সামিউল ইসলাম, রাকিবসহ অন্যান্য সদস্যরা।













