অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৫ তরুনীসহ এক যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ।
- আপডেট: ০৮:৪০:১১ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
- / ১৮০০০

ফয়সাল রহমান জনি গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বেস্ট বীমা নামক সাইনবোর্ডের অন্তরালে অসামাজিক কার্যকলাপের অভিযোগে আটক ৫ তরুনীসহ এক যুবককে ছেড়ে দিয়েছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, আজ বিকালে হিরকপাড়ার একটি ভাড়া বাসা নিয়ে বেস্ট বিমা নামক একটি সাইনবোর্ড দিয়ে অসামাজিক কার্যকলাপ চলে আসছিল। এ অভিযোগে
আজ মঙ্গলবার বিকালে এলাকাবাসী থানা পুলিশের ফোন করে। এ খবর পেয়ে এস,আই হরুনর রশীদ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পলাশবাড়ী উপজেলার নাকাই গ্রামের রিপন মিয়ার স্ত্রী পিংকি আক্তার (২৫),গাইবান্ধা সদর উপজেলার ডেভিড কোম্পানি পাড়ার আলী হোসেনের মেয়ে আলো(২৪),বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গাউসিয়া সরদার হাটের রাশেদুল ইসলামের স্ত্রী সুমি আক্তার (২২),গাইবান্ধা সদরের জোদ্দ করিসিং গ্রামের নুরুল ইসলামের মেয়ে নাসরিন আক্তার, সুন্দর উপজেলার সোনারায়পুর গ্রামের হাফিজুর রহমানের মেয়ে তানিয়া আক্তার(২৫) ও এদের পরিচালক গাইবান্ধা সদর ভি এইচ রোডের আবুল হোসেনের ছেলে শহিদুজ্জামান(৫০) আটক করে থানায় আনে। এবং সন্ধায় মুচলিকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
এদিকে চিহ্নিত এই অসামাজিক কারবারিদের ছবি ভিডিও ভাইরাল হয়।এবং সচেতন মহল বিচার দাবী করে। এ বিষয়ে অনুসন্ধানে জানা যায়, বেস্ট বিমা নামক একটি ভূয়া প্রতিষ্টানের পরিচয়ে ভিজিটিং কার্ডে সার্ভিসিং সেন্টারের কেউ ইউনিট ম্যানেজার,ব্রাঞ্চ ম্যানেজার, কেউ এরিয়া ম্যানেজার, সহকারী ম্যানেজার পরিচয়ের কার্ড দিয়ে কাস্টমার সংগ্রহ করে অসামাজিক কার্যকলাপসহ সেই ভিডিও সংরক্ষণ করে পরে ব্লাক মেইল করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে জানা যায়।
এবিষয়ে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে প্রমান না থাকায় ছেড়ে দেয়া হয়েছে।
















