সিলেট নগরীর নিজ বাসায় মিলেছে মেডিকেল কলেজ ছাত্রীর মরদেহ
- আপডেট: ০৯:৪২:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ১৮০০০

সেলিম মাহবুবঃ
সিলেট নগরীর নিজ বাসার ভেতরে মিলেছে অমৃকা রঞ্জন শর্মার মেয়ে প্রিমা শর্মাকে (২২) নামে এক মেডিকেল কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে জালালাবাদ থানার করেরপাড়া এলাকায় থেকে পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজের এমবিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী অমৃকা রঞ্জন শর্মার মেয়ে প্রিমা শর্মাকে সকালে নিজ কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বজনরা। পরে তাকে দ্রুত সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। জালালাবাদ থানার উপ-পরিদর্শক অনুপ বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ওই ছাত্রীর মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



















