এক্সিডেন্টে এক পা হারানো অসহায় ব্যক্তির পাশে দাঁড়াল গেদুড়া প্রবাসী কল্যাণ সোসাইটি
- আপডেট: ০৬:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
- / ১৮০০৩

নিজস্ব প্রতিবেদক
কিছুদিন আগে এক ভয়াবহ এক্সিডেন্টে মোঃ সেন্টু ইসলাম, পিতা ফর্জন আলী তার একটি পা হারান। চিকিৎসা ও পুনর্বাসনের খরচ প্রায় চার লাখ টাকার মতো, কিন্তু অসহায় এই পরিবারের কাছে সেই খরচ বহন করার মতো কোনো সামর্থ্য নেই।
এই সংকটময় মুহূর্তে মানবতার সেবায় গেদুড়া প্রবাসী কল্যাণ সোসাইটি তাদের পাশে দাঁড়িয়েছে। পরিবারের হাতে সরাসরি ২০,২০০ টাকা তুলে দেওয়া হয়েছে, যাতে প্রাথমিক চিকিৎসা ও জরুরি খরচ কিছুটা হলেও সামলানো যায়।
এ সময় উপস্থিত ছিলেন দেশে অবস্থানরত একমাত্র প্রতিনিধি মোঃ আল আমিন হোসেন এবং আকস্মিকভাবে বিদেশ থেকে আসা সংগঠনের প্রচার সম্পাদক মোঃ সাগর আলী।
সংগঠনের প্রতিনিধিরা বলেন সমাজের সামর্থ্যবান মানুষরাও এগিয়ে আসুক, যাতে সেন্টু ইসলামের চিকিৎসা সঠিকভাবে সম্পন্ন হয় এবং পরিবারটি নতুন করে দাঁড়াতে পারে।
মানবতার সেবায় গেদুড়া প্রবাসী কল্যাণ সোসাইটি বলছে একজন মানুষের পাশে দাঁড়ানো মানেই মানবতার পাশে দাঁড়ানো।



















