০৭:২৪ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তলন করায় ২৮ দিনে ২ লক্ষ টাকা জরিমানা, ২৩ জনকে দণ্ড

  • আপডেট: ০৭:০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ১৮০০৫

 

 

সেলিম মাহবুব,ছাতকঃ  

যাদুকাটা নদীতে পাড় কাটা, ইজারাবিহীন এলাকা থেকে বালু উত্তোলন রোধে ২৮ দিনে ৫৩টি অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা করেছেন টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এসব ঘটনায় ২৩ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড ও ৮টি বাল্কহেড জব্দ করা হয়েছে। 

 

 

শনিবার রাত ৭ টা ৪২ মিনিটে তাহিরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু এক ফেসবুক (AC Land Tahirpur) স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন। 

 

‘জনসেবায় প্রশাসন’ শিরোনামে স্ট্যাটাসে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে পাড় কাটা, ইজারাবিহীন এলাকায় বালু উত্তোলন ও পরিবহন এবং অবৈধ সরঞ্জাম (শিভ মেশিন, ড্রেজার ইত্যাদি) ব্যবহারসহ অন্যান্য অপতৎপরতা রোধে জেলা প্রশাসন পরিচালিত টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এসময় ৫৩টি অভিযানে ২৩ জন আসামিকে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তকৃত নৌকা/বাল্কহেড সংখ্যা ৮টি ও আদায়কৃত অর্থদণ্ডের পরিমাণ ২ লক্ষ টাকা।

 

স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয়, যাদুকাটা নদীতে অবৈধ কার্যকলাপ প্রতিরোধে জেলা প্রশাসন ও তাহিরপুর উপজেলা প্রশাসন সদা সচেষ্ট। অভিযান পরিচালনার নির্দিষ্ট কোন সময় নেই, অভিযোগ পেলেই তা থেকে পরিত্রাণে উদ্যোগ নেয়া হচ্ছে। সীমাবদ্ধতার মাঝেও ভোর থেকে গভীর রাত, সবসময়ই অভিযানসমূহ চলমান রয়েছে। 

 

 

স্ট্যাটাসে কোন প্রকার গুজব, ভ্রান্ত ও মানহানিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মতৎপরতায় সমর্থন অব্যাহত রাখার জন্য তাহিরপুর উপজেলাবাসীকে অনুরোধ জানানো হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

যাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তলন করায় ২৮ দিনে ২ লক্ষ টাকা জরিমানা, ২৩ জনকে দণ্ড

আপডেট: ০৭:০৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫

 

 

সেলিম মাহবুব,ছাতকঃ  

যাদুকাটা নদীতে পাড় কাটা, ইজারাবিহীন এলাকা থেকে বালু উত্তোলন রোধে ২৮ দিনে ৫৩টি অভিযানে ২ লক্ষ টাকা জরিমানা করেছেন টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও এসব ঘটনায় ২৩ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ড ও ৮টি বাল্কহেড জব্দ করা হয়েছে। 

 

 

শনিবার রাত ৭ টা ৪২ মিনিটে তাহিরপুরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহরুখ আলম শান্তনু এক ফেসবুক (AC Land Tahirpur) স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন। 

 

‘জনসেবায় প্রশাসন’ শিরোনামে স্ট্যাটাসে উল্লেখ করা হয়, গত ১৯ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে পাড় কাটা, ইজারাবিহীন এলাকায় বালু উত্তোলন ও পরিবহন এবং অবৈধ সরঞ্জাম (শিভ মেশিন, ড্রেজার ইত্যাদি) ব্যবহারসহ অন্যান্য অপতৎপরতা রোধে জেলা প্রশাসন পরিচালিত টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন ৮ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। এসময় ৫৩টি অভিযানে ২৩ জন আসামিকে বিভিন্ন মেয়াদে দণ্ড প্রদান করা হয়েছে। এছাড়াও রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তকৃত নৌকা/বাল্কহেড সংখ্যা ৮টি ও আদায়কৃত অর্থদণ্ডের পরিমাণ ২ লক্ষ টাকা।

 

স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয়, যাদুকাটা নদীতে অবৈধ কার্যকলাপ প্রতিরোধে জেলা প্রশাসন ও তাহিরপুর উপজেলা প্রশাসন সদা সচেষ্ট। অভিযান পরিচালনার নির্দিষ্ট কোন সময় নেই, অভিযোগ পেলেই তা থেকে পরিত্রাণে উদ্যোগ নেয়া হচ্ছে। সীমাবদ্ধতার মাঝেও ভোর থেকে গভীর রাত, সবসময়ই অভিযানসমূহ চলমান রয়েছে। 

 

 

স্ট্যাটাসে কোন প্রকার গুজব, ভ্রান্ত ও মানহানিকর প্রচারণায় বিভ্রান্ত না হয়ে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মতৎপরতায় সমর্থন অব্যাহত রাখার জন্য তাহিরপুর উপজেলাবাসীকে অনুরোধ জানানো হয়।