০৩:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬

শান্তিগঞ্জে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত সুরমা কলেজের সুলতান মাহমুদ

  • আপডেট: ০৩:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ১৮০০৬

শান্তিগঞ্জে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত সুরমা কলেজের সুলতান মাহমুদ

 

মান্নার মিয়া,শান্তিগঞ্জ প্রতিনিধি:

শান্তিগঞ্জ উপজেলার কলেজ পর্যায়ে ২০২৬ সালের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের বাংলা বিষয়ের প্রভাষক মোঃ সুলতান মাহমুদ।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সারাদেশব্যাপী স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন কার্যক্রমের অংশ হিসেবে এই ফলাফল প্রকাশ করা হয়। গত রবিবার (১১ জানুয়ারি ২০২৬) শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষকের ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা যায়, শান্তিগঞ্জ উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোঃ সুলতান মাহমুদ।

তিনি ২০২২ সালে NTRCA-এর তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুরমা কলেজে বাংলা বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে মানসম্মত পাঠদান করে আসছেন। শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বিতর্ক, আবৃত্তি, উপস্থাপনা ও বক্তব্য প্রদানের প্রশিক্ষণ দিয়ে আসছেন তিনি।

তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষার্থীরা উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা অর্জন করেছে। পাঠ্যক্রমের পাশাপাশি কো-কারিকুলার কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছে।

শিক্ষকতার পাশাপাশি তিনি খেলাধুলায় ধারাভাষ্য প্রদান, সাহিত্যচর্চা ও লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন। বিভিন্ন সময় তিনি স্থানীয় ও আঞ্চলিক অনুষ্ঠানে সুললিত কণ্ঠে ধারাভাষ্য দিয়ে বিশেষ সুনাম অর্জন করেছেন। অচিরেই তার কবিতার বই প্রকাশ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রভাষক মোঃ সুলতান মাহমুদ রংপুর জেলার পীরগাছা উপজেলার অন্নদানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠা ও পড়াশোনা রংপুরে। তিনি রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ থেকে বাংলা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এই সাফল্যের জন্য তিনি সুরমা কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি তার পরিবার ও আত্মীয়স্বজনের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

শান্তিগঞ্জে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত সুরমা কলেজের সুলতান মাহমুদ

আপডেট: ০৩:২৪:১৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬

শান্তিগঞ্জে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত সুরমা কলেজের সুলতান মাহমুদ

 

মান্নার মিয়া,শান্তিগঞ্জ প্রতিনিধি:

শান্তিগঞ্জ উপজেলার কলেজ পর্যায়ে ২০২৬ সালের শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের বাংলা বিষয়ের প্রভাষক মোঃ সুলতান মাহমুদ।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সারাদেশব্যাপী স্কুল, কলেজ ও মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচন কার্যক্রমের অংশ হিসেবে এই ফলাফল প্রকাশ করা হয়। গত রবিবার (১১ জানুয়ারি ২০২৬) শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কলেজ পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষকের ফলাফল ঘোষণা করা হয়।

ফলাফলে দেখা যায়, শান্তিগঞ্জ উপজেলার কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক মোঃ সুলতান মাহমুদ।

তিনি ২০২২ সালে NTRCA-এর তৃতীয় গণবিজ্ঞপ্তির মাধ্যমে সুরমা কলেজে বাংলা বিষয়ের প্রভাষক হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকেই তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে মানসম্মত পাঠদান করে আসছেন। শ্রেণিকক্ষের পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের বিতর্ক, আবৃত্তি, উপস্থাপনা ও বক্তব্য প্রদানের প্রশিক্ষণ দিয়ে আসছেন তিনি।

তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে শিক্ষার্থীরা উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা অর্জন করেছে। পাঠ্যক্রমের পাশাপাশি কো-কারিকুলার কার্যক্রমে তার সক্রিয় ভূমিকা শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে প্রশংসিত হয়েছে।

শিক্ষকতার পাশাপাশি তিনি খেলাধুলায় ধারাভাষ্য প্রদান, সাহিত্যচর্চা ও লেখালেখির সঙ্গে যুক্ত রয়েছেন। বিভিন্ন সময় তিনি স্থানীয় ও আঞ্চলিক অনুষ্ঠানে সুললিত কণ্ঠে ধারাভাষ্য দিয়ে বিশেষ সুনাম অর্জন করেছেন। অচিরেই তার কবিতার বই প্রকাশ পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

প্রভাষক মোঃ সুলতান মাহমুদ রংপুর জেলার পীরগাছা উপজেলার অন্নদানগর গ্রামে জন্মগ্রহণ করেন। তার বেড়ে ওঠা ও পড়াশোনা রংপুরে। তিনি রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজ থেকে বাংলা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

এই সাফল্যের জন্য তিনি সুরমা কলেজের অধ্যক্ষ, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি তার পরিবার ও আত্মীয়স্বজনের দোয়া ও সহযোগিতা কামনা করেন।