পানছড়িতে পাহাড়ি ব্যক্তির বসতবাড়িতে অগ্নিকাণ্ড গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১ লাখ ২০ হাজার টাকা
- আপডেট: ০৯:৪১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
- / ১৮০০৩

পানছড়িতে পাহাড়ি ব্যক্তির বসতবাড়িতে অগ্নিকাণ্ড
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১ লাখ ২০ হাজার টাকা
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলাধীন পানছড়ি সদর ইউনিয়নের যৌথ খামার এলাকায় এক পাহাড়ি ব্যক্তির বসতবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বসতঘরসহ ঘরের আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে আনুমানিক এক লাখ বিশ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।
ঘটনাটি ঘটে শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডে অবস্থিত যৌথ খামার এলাকায়। ক্ষতিগ্রস্ত ব্যক্তির নাম ওংজাই মারমা (৩৬)। তিনি ওই এলাকায় পরিবারসহ বসবাস করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ওংজাই মারমার দুই কক্ষবিশিষ্ট মাটির ঘরে রান্নার সময় মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ঘরে থাকা গ্যাস সিলিন্ডারে। একপর্যায়ে গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে আগুন আরও ভয়াবহ আকার ধারণ করে। এতে মুহূর্তের মধ্যেই পুরো বসতঘর আগুনে পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ঘরের সকল আসবাবপত্র, প্রয়োজনীয় মালামালসহ নগদ ১৮ হাজার টাকা সম্পূর্ণভাবে পুড়ে যায়। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
খবর পেয়ে পানছড়ি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রওনা দিলেও তাদের পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। স্থানীয়দের দ্রুত ও সাহসী উদ্যোগে আশপাশের বসতবাড়িগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারটি চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন মহল ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য দ্রুত সরকারি সহায়তার দাবি জানিয়েছেন।



















